ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে পিতা ও সৎ মার বিরুদ্ধে স্কুলছাত্র হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:৪৫, ১৮ অক্টোবর ২০১৯

নড়াইলে পিতা ও সৎ মার বিরুদ্ধে স্কুলছাত্র হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৭ অক্টোবর ॥ নড়াইলে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে জেলার লোহাগড়া উপজেলার সিংগা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম রমজান শেখ (৭)। তার পিতার নাম ইলিয়াস শেখ। এ ঘটনার পর রমজানের পিতা ও সৎ মা পলাতক রয়েছে বলে জানা গেছে। গ্রামবাসী ও রমজানের শিক্ষক-সহপাঠীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের সিংগা মশাঘুনী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায় রমজান। সহপাঠীদের সঙ্গে ক্লাস শেষে ১২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেয় সে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও রমজান বাড়িতে ফিরে যায়নি। এরপর বিকেল ৪টার দিকে বাবা ইলিয়াসের বাড়ির পার্শ্ববর্তী বাগানে সাদা শার্ট ও নেভি ব্লু রঙের প্যান্ট পরা অবস্থায় রমজানের লাশ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি থানায় নিয়ে যায়। নিহত রমজানের স্বজনদের অভিযোগ, ইলিয়াস শেখের বড় স্ত্রী তহমিনা থাকা অবস্থায় ইলিয়াস রমজানের মা মাবিয়াকে বিয়ে করেন। দুই স্ত্রী নিয়ে ইলিয়াসের সংসারে কোন সুখ ছিল না। চার বছর আগে মাবিয়ার মৃত্যু হয়। এ সময় রমজানের বয়স ছিল দুই বছর। জীবিত থাকা অবস্থায় রমজানের মা মাবিয়া পারিবারিক ঝামেলায় স্বামীর নামে পারিবারিক আদালতে মামলা করেন। এ মামলায় মাবিয়া ও তার মাকে খরচ বাবদ মাসে পাঁচ হাজার টাকা দেয়ার রায় ঘোষণা করে বিচারক। এরই মধ্যে মাবিয়ার মৃত্যু হয়। এ দিকে, দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর ইলিয়াস ওই টাকা দেয়া বন্ধ করে দেয়। সব মিলিয়ে বাবার কাছে শিশু রমজানের পাওনা দাঁড়ায় এক লাখ আশি হাজার টাকা। কয়েকমাস টাকা বাকি থাকায় গ্রেফতারি পরোওয়ানায় কারাগারেও যেতে হয় ইলিয়াসকে। অন্যদিকে রমজানের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছে না তার সহপাঠী ও স্থানীয়রা। সকলেই হত্যার বিচার চান। নিহত রমজানের খালা ঝরনা বেগম অভিযোগ করেন, রমজানকে তার বাবা ও সৎ মা হত্যা করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি জনান, বর্বর ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। সাভারে ৭ বছরের শিশুকে হত্যা ॥ সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারের পৌর এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুটির নাম মোঃ বাদশা শেখ সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকার ঘোশাল গ্রামের মোঃ আনোয়ার হোসেন শেখ এর ছেলে। বাবা ও সৎমায়ের সঙ্গে শিশুটি সাভারের পৌর এলাকার দঃ দড়িয়ারপুর মহল্লার জনৈক ইউসুফ মাস্টারের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা ও সৎমা ময়না খাতুনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শিশুটির বাবা একজন মাছ বিক্রেতা এবং একটি পোশাক কারখানায় কর্মরত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শিশুটির বাবা-মা শিশুটিকে ঘরে একা রেখে কর্মস্থলে চলে যায়। পরে শিশুটির বাবা দুপুরে খাওয়ার জন্য ঘরে আসার পর শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
×