ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণ-রবির পাওনা আদায়ে প্রশাসক নিয়োগের প্রস্তুতি

প্রকাশিত: ১১:৪১, ১৮ অক্টোবর ২০১৯

গ্রামীণ-রবির পাওনা আদায়ে প্রশাসক নিয়োগের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণফোন ও রবির অডিট আপত্তির সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ের জন্য দুই অপারেটরে প্রশাসক নিয়োগ দিয়ে টাকা আদায়ের প্রক্রিয়া চলছে। এ সংক্রান্ত একটি ফাইল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার তা অনুমোদন দিয়েছেন। ডাক ও টেলিযোগামন্ত্রী মোস্তাফা জব্বার জনকণ্ঠকে বলেন, প্রশাসক নিয়োগ এখন সময়ের ব্যাপার। বিটিআরসি প্রশাসক নিয়োগে যে অনুমতি চেয়েছিল, তাতে সম্মতি দেয়া হয়েছে। তাছাড়া প্রশাসক নিয়োগের বিষয়টি অনেক আগের সিদ্ধান্ত। প্রশাসকের মাধ্যমে পাওনা টাকা আদায় করা হবে। আমরা আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। তবে সরকারের টাকা আদায়ের বিষয়ে যা কিছু করণীয় তা করা হবে। বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হকের সঙ্গে কথা বলার জন্য কয়েক দফা ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। তবে বিটিআরসি প্রশাসক নিয়োগের প্রক্রিয়া তারা শুরু করেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এই প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। পাওনা নিয়ে বিরোধে গ্রামীণফোনের আপীল গ্রহণ করে বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে হাইকোর্টের দুই মাসের নিষেধাজ্ঞা দেয়ার দিনই প্রশাসক নিয়োগের বিষয়ে বিটিআরসি প্রক্রিয়া শুরু করে। সূত্র জানিয়েছে, দুই অপারেটরের কাছে বিটিআরসি পাওনা কয়েক দফা আদায়ের চেষ্টা করেও সম্ভব হয়নি। সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিস পাঠানো হয়। কিন্ত তাতেও কোন কাজ হয়নি। এ কারণেই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই যাচ্ছে বিটিআরসি।
×