ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ১১:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

উবাচ

নাছিরের নোবেল! স্টাফ রিপোর্টার ॥ একের পর এক নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা হচ্ছে। তবে এখনও বাংলাদেশের কারও নাম এ বছর ঘোষণায় আসেনি। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বললেন এবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেয়া উচিত। চিকিৎসা বিদ্যায় নোবেল থাকলেও তা দেয়া হয় বিশেষ কোন আবিষ্কারের জন্য। সেই হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কেউ তেমন আবিষ্কার করলে দেয়া যেতেই পারে। কিন্তু নার্সদের নোবেল দিতে চাইলে কোন ক্যাটাগরি! অবশ্য চাইলে শান্তিতে দেয়া যেতে পারত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য কেন তাকে এখনও নোবেল দেয়া হচ্ছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এখানে আ জ ম নাছির এর সঙ্গে ট্রাম্প এর পার্থক্য রয়েছে। ট্রাম্প নিজের জন্য চাইছেন নাছির অন্যের জন্য। মেয়র বলেছেন চমেক হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ৬-৭ হাজার রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? যেসব ডাক্তার-নার্স এ সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মনে করি। আ জ ম নাছির উদ্দীন বলেন, বিদেশে গিয়ে চিকিৎসার সামর্থ্য আছে কতজনের? তিনি বলেন, বেশিরভাগ মানুষের এদেশের চিকিৎসকের ওপর নির্ভর করতে হয়। বড় খেলোয়াড়রা সব ম্যাচে ভাল খেলতে পারে না। কারণ স্থায়ুচাপ। একজন ডাক্তার যদি রোগীর সেবা দিতে গিয়ে চাপ অনুভব করেন তবে ভুল চিকিৎসা হতে পারে। আমাকে নিয়েও ভাবুন স্টাফ রিপোর্টার ॥ টিভি ক্যামেরা নাকি এড়িয়ে চলছেন দেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। স্বাস্থ্য ছেড়ে তথ্যে আসা প্রতিমন্ত্রী মুরাদ অনেক দিন আলোচনায় নেই। টেলিভিশন ক্যামেরা তাকে অনুসরণ না করাতেই এই ঘাটতি ঘটনা হয়েছে বলে মনে করেন তিনি। সচিবালয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নিজের অনুষ্ঠানে ক্যামেরা পাঠানোর আব্দার জানিয়ে বলেছেন, আমার দিকেও একটু নজর দিন। প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রী যখন থাকেন না অথবা মন্ত্রী মহোদয় সব অনুষ্ঠানে যেতে পারেন না, তখন আমি যাই। হয় কী তখন আমাদের বিটিভির ক্যামেরা ওরা তো যায়ই, দেখা যায় আমাদের বেসরকারী প্রায় ৩৫টি চ্যানেল এর পাশাপাশি অনলাইন পোর্টালগুলো আছে। তারা হয়ত জানতে পারেন না বা যায় না। এই জায়গাটায় একটা বড় শূন্যতা বা গ্যাপ হচ্ছে। আমার অনুরোধ হলো আপনারা যদি আপনাদের ক্যামেরা, রিপোর্টার পাঠান, তবে শূন্যতাটা কাভার হবে। তিনি বলেন, আপনাদের আন্তরিক দৃষ্টি আমার প্রতি যেন থাকে, যে মুরাদ ভাই কোথায় গেল, তার আজকে কী প্রোগ্রাম। আপনারা আমাকে নিয়েও একটু ভাবুন। এটা আমার জন্য অনেক ভাল হবে। আর কিছু দিন স্টাফ রিপোর্টার ॥ সরকার হটিয়ে দিতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, সরকার হটাতে ‘আরও কিছু দিন অপেক্ষায় থাকতে হবে। কিন্তু এই কিছু দিন কবে শেষ হবে তা নির্দিষ্ট করতে পারেননি তিনি। কারণ নির্দিষ্ট করে বলে আর কেউ ধরা খেতে চায় না। আর আগে ঈদের পরে সব হয়ে যাবে বলা হলেও এখন কিছু দিন। তিনি বলেন, অনেকে মনে করেন আর কতদিন, এতদিন তো সহ্য করেছি। আমাদের আরও কিছু দিন সহ্য করতে হবে। সময় আসবে। এমন একটি সময় আসবে যখন এদেশের এই জালেম সরকারকে উৎখাত করার জন্য বা অপসারণ করার জন্য গণবিস্ফোরণ ঘটবে বলে আমি মনে করি। কিন্তু কেন গণবিস্ফোরণ ঘটবে তেমন কি ঘটছে দেশে!
×