ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঠবড়িয়ায় ডেঙ্গু জ্বরে রিক্সা চালকের মৃত্যু

প্রকাশিত: ১১:২৫, ১৮ অক্টোবর ২০১৯

মঠবড়িয়ায় ডেঙ্গু জ্বরে রিক্সা চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৭ সেপ্টেম্বর ॥ জেলার মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এক সন্তানের জনক বাবুল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল গত রবিবার জ্বরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। পরে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে বাবুল গত বুধবার হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। ওইদিন রাতেই পুনরায় অসুস্থ হলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। কর্তব্যরত চিকিৎসক বাবুলকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
×