ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ফেইসবুক আইডি হ্যাকার গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৭, ১৭ অক্টোবর ২০১৯

হবিগঞ্জে ফেইসবুক আইডি হ্যাকার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ প্রতিনিয়ত পরিচয় দিতেন আমি একজন র‌্যাবের অফিসার। উপ সহকারী পরিচালক (ডিএডি)। তিনি আর কে, তি হচ্ছেন এই কথিত অফিসার নবীন। যার এই রকম মিথ্যে পরিচয়ে শিকার হওয়া আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং দেশব্যাপী পরিচিত সেলিব্রিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী কিংবা সরকারী চনানা দপ্তরে কর্মরত চাকুরীজিবী ও নানা পেশায় জীবন-যাপনকারী সাধারন মানুষও রয়েছেন। এই ধরনের নানা পেশায় জড়িত একের পর এক ব্যক্তিকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি হ্যাক, ভিডিও-ছবি জালিয়াতি, র‌্যাবের কর্মকর্তা পরিচয়ে মানুষের নিকট থেকে মোটা অংকের চাঁদা আদায় তদোপুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির চরিত্র হননের মাধ্যমে সাইবার অপরাধ সংঘটনের করতেন এই নবীন। যা থ্রিলারকেও হার মানানো এক অবিশ্বাস্য প্রতারনার কৌশল হিসেবে দেখছেন র‌্যাবের কর্তারা। এমনই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাবের জালে আটকা পড়েন পেশাদার সাইবার অপরাধী ও অনলাইন ভিত্তিক প্রতারক চক্রের অন্যতম হোতা ওই মাহফুজুর রহমান ওরফে নবীন। তার বাড়ী হবিগঞ্জের উপজেলা মোহাম্মদপুর নগরস্থ তিতারকোনায়। বাবার নাম ইজাজুর রহমান। শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের নের্তৃত্বে ওই এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে পরিচালিত অভিযানে নবীন আটক হলে হবিগঞ্জ সহ জেলার অন্যান্য স্থান শুধু নয় জানা গেছে পাশ্ববর্তী মৌলভীবাজার, শ্রীমঙ্গল সহ দেশের নানা স্থানের মানুষের মাঝে ফিওে এসেছে স্বস্থির নিঃশ্বাস । নবীন ধরা পড়ার পর র‌্যাব-৯ সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীন মূলত টার্গেট করতেন নারীদেরকে। এই নবীন প্রথমে ফেইসবুক আইডি হ্যাক করতো। পরবর্তীতে সংশ্লিষ্ট আইডির মালিককে মানসিক চাপ দেয়ার উদ্দেশ্যে আইডিতে থাকা একান্ত ব্যক্তিগত ছবি,ভিডিও, ডকুমেন্ট বিভিন্ন জনকে পাঠিয়ে দিতেন। তারপর ধারাবাহিকভাবে হ্যাক করা আইডি ব্যবহারের মাধ্যমে নানা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো এই নবীন। শুধু তাই নয়, এখন এই নবীন সর্বশেষ হাতিয়ার হিসেবে ফেইসবুক আইডির মালিকদের সম্মান বিনস্ট করা এবং আইডিগুলো ব্যবহার করে বিভিন্নমূখী ও বিচিত্র প্রতারনার জাল বিস্তারে লিপ্ত হন। র‌্যাবের আরও দাবী, এই নবীন অসংখ্য নারীর অশ্লীল ছবি ও ভিডিওতে মাথা জুড়ে দিয়ে একরকম নগ্ন ছবি নিমার্ণের মাধ্যমেও চরিত্রহনন ও ব্ল্যাক মেইলে জড়িত। এছাড়া স্বামী-স্ত্রী এবং প্রেমিক-প্রেমিকার মাঝেও ভূল বুঝাবুঝির সৃষ্টি করাও ছিল এই নবীনের কাজ। পরিকল্পিতভাবে ভেঙ্গে দিতেন অনেকেরই সাজানো সংসার। এমনকি নবীনের এহেন কর্মূকান্ড থেকে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী বর্গ ও বিদেশী সরকার প্রধানরাও বাদ পড়তেন না। এছাড়াও বিভিন্ন ধর্ম সর্ম্পকে বিষাদাগার ও কুরুচী মন্তব্য এই নবীনের জন্য ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। র‌্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবীন তার উদ্ভাবনী সব প্রতারনার কৌশল ও ভয়ঙ্কর অপরাধ প্রবনতার কথা স্বীকার করলে সংশ্লিস্ট কর্মকর্তারাও এখন রীতিমত হতবাক। র‌্যাব সূত্র আরও জানায়, এ পর্যন্ত র‌্যাবের কর্মকর্তা, টেলিভিশনের উপস্থাপিকা সহ অসংখ্য গুরুতত্বপূর্ণ ব্যক্তির ফেইসবুক আইডি হ্যাক ও একই নাম-ছবি ব্যবহার করে নতুন আইডি বানিয়ে সংশ্লিস্টদের ইমেজ ব্যবহারের মাধ্যমে অভিনব সব উপায়ে সাইবার অপরাধে জড়িত হন এই নবীন। চিত্র নায়িকা মৌসুমী, সংগীত শিল্পী কৌশিক হাসান, শিল্পী তাপস সহ অনেকেরই ফেইসবুক আইডি হ্যাক করার সর্বশেষ পরিকল্পনা ছিল এই নবীনের। এদিকে নবীনকে আটকের পর সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করেছে র‌্যাব-৯। ফেইসবুক ব্যবহারকারী সহ নানা পেশার সাধারন মানুষও এই নবীনকে আটক করায় আনন্দিত-উৎফুল্ল এবং সেই সাথে র‌্যাবের কর্তাদেরকেও ব্যাপক প্রশংসা করছেন।
×