ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় ফের অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৩, আহত ৪

প্রকাশিত: ০৮:৫৩, ১৭ অক্টোবর ২০১৯

আনোয়ারায় ফের অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৩, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী -আনোয়ারা পিএবি সড়কে চাতুরী চৌমুহনী এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) বিকাল তিনটায় চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে সড়কে এই ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার খলিলুর রহমানের পুত্র মুফিজুর রহমান (৭০), কালাম হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮), বুলবুল আক্তার (২৫)।আহত তিনজন হলেন- সাইফুদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০), চকরিয়ার সামসুল আলমের ছেলে হেলপার মোহাম্মদ মুন্না (২৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে দুজন নিহতের লাশ উদ্ধার করে চমেকে আনা হয়েছে। এছাড়া বুলবুল আক্তার নামে এক নারীকে আহতবস্থায় হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়েছে। আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আম্বুলেন্সটিতে করে রোগী নেয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
×