ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ দেড় হাজার স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৭:৫৯, ১৭ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ দেড় হাজার স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর দুই নং রেলগেইট এলাকার রেলওয়ের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা প্রায় দেড় হাজার দোকান ঘর ও মার্কেটসহ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তপক্ষ। বৃহস্পতিধার বেলা ১১টায় থেকে বিকেল পর্যন্ত রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালানো হয়। দুটি ভেকুসহ অর্ধশত শ্রমিকের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। স্টেট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ নগরীর দুই নং রেলগেইট এলাকায় রেলওয়ের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা একটি টিনসেড আধপাকা মার্কেট, রেডিমেট জামাকাপড়ের দোকান ও বসত ঘরসহ প্রায় দেড় হাজার ছোট বড় স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় রেলওয়ের জায়াগা দখল করে গড়ে উঠা কয়েকটি স্থাপনার আংশিক থাকায় তাদের সময় দেয়া হয় নিজ উদ্যোগে ভেঙ্গে নেয়ার জন্য। তিনি জানান, নারায়ণগঞ্জে রেলওয়ের আরো প্রায় সাত একর জমি অবৈধ দখলদাররা দখল করে মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এসব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত জমি যাতে পুণরায় দখল হয়ে না যায় সেজন্য মনিটরিং করা হবে। কারণ নারায়ণগঞ্জ রেলস্টেশন প্রায় ১শ’ বছরের পুরনো স্টেশন। এটি ডাবল লাইন করার জন্য প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেলওয়ের সহকারী প্রকৌশলী হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ ও কনসালটেন্ট আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ।
×