ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০১৯

বরিশালে চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ইন্টার্নী চিকিৎসকদের এফ এম নূর উর রাফী হোস্টেলে অভিযান চালিয়ে ৫২০ পিচ ইয়াবা ও মাদক সেবনের উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এসময় রিফাত খান রন্টি নামের এক মাদক ব্যবসায়ীকে হোস্টেলের তিন তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে। আটককৃত রন্টি নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা। হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইন্টার্ন চিকিৎসক হোস্টেলে পরিদর্শনে যান। এসময় বেশ কিছু অসংলগ্ন বিষয় সামনে আসলে কোতোয়ালী থানা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন কক্ষে তল্লাশী চালানো হয়। এসময় ৩০৩ নম্বর কক্ষ থেকে বহিরাগত রিফাত খান রন্টি নামের একজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশী চালিয়ে ৫২০ পিচ ইয়াবা, মদের বোতল, ছুরি, ইয়াবা সেবনে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইন্টার্নী চিকিৎসক হোস্টেলে তার আসার কারন এবং উদ্ধারকৃত মাদক ও হোস্টেলে ছুরি রাখার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
×