ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় রাতজেগে ইউএনও’র মোবাইল কোর্ট

প্রকাশিত: ০২:০৯, ১৭ অক্টোবর ২০১৯

পটিয়ায় রাতজেগে ইউএনও’র মোবাইল কোর্ট

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট চালিয়েছেন। রাতজেগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি (ইউএনও) অভিযান চালিয়ে ৬টি যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জানা গেছে, বেশকিছু দিন ধরে পটিয়া রুটে কিছু যাত্রীবাহী বাস শহর থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। ২০ টাকার পরির্বতে ১০০ টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে। যাত্রী কল্যাণ সমিতি ও সাধারন যাত্রীদের এই অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু অদৃশ্য কারনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গাড়ির সংকট সৃষ্টি করে মালিক ও শ্রমিকরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। রাতজেগে ইউএনওর অভিযানকে সাধারণ যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তিনি যেকোন সময় অভিযান চালাবেন। যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া বন্ধ করতে হবে। প্রাথমিকভাবে জরিমানা এবং পরবর্তীতে কারাদণ্ড দেওয়া হবে।
×