ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার গুণীজনকে সম্মাননা দিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

প্রকাশিত: ১৩:০১, ১৭ অক্টোবর ২০১৯

চার গুণীজনকে সম্মাননা দিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার বরণীয় ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। এই চার গুণী ব্যক্তিত্ব হলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, সাহিত্যিক রাবেয়া খাতুন এবং শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাদের এ সম্মাননা জানানো হয়। তবে অসুস্থতার কারণে রাবেয়া খাতুন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাদের উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে মানপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় চার ব্যক্তিত্বের ওপর নির্মিত চারটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান এবং সদস্য কাজী জিসান হাসান, কোষাধ্যক্ষ ড. এম মোফাখখারুল ইসলাম, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সোসিওলোজি এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মালেকা বেগম, জার্নালিজম এ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন সজীব সরকার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি
×