ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে দেবে ভারত সফরে ॥ সাকিব

প্রকাশিত: ১২:২৩, ১৭ অক্টোবর ২০১৯

সিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে দেবে ভারত সফরে ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন তিনি ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। ভারত সফরের জন্য হতে যাওয়া এই ক্যাম্পের আগে সিপিএলে খেলা ভীষণ কাজে দেবে বলে মনে করছেন সাকিব। মঙ্গলবার দেশে ফিরে বিমানবন্দরে সাকিব জানান, ‘অনেকেই মনে করেনি আমরা চ্যাম্পিয়ন হব। যেহেতু চ্যাম্পিয়ন হয়েই গেছি খুবই ভাল লাগার বিষয়। অনুশীলনটাও কাজে লাগবে। এই ম্যাচগুলোও আমার কাজে লাগবে। যেহেতু সামনে আমরা ভারতের বিপক্ষে টি২০ খেলব।’ ভারতের বিরুদ্ধে তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ হবে ভারতে। শুরুতে হবে টি২০ সিরিজ। ৩ নবেম্বর প্রথম, ৭ নবেম্বর দ্বিতীয় ও ১০ নবেম্বর তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের পর ১৪ নবেম্বর প্রথম ও ২২ নবেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। যেহেতু শুরুতে টি২০ সিরিজ হবে, এর আগে সিপিএলে খেলে আসা সাকিবের জন্য ভালই হয়েছে। সিপিএলে প্রতিযোগিতামূলক লীগে ম্যাচ খেলায় ভারতের বিরুদ্ধেও ভাল করার সম্ভাবনা থাকবে। সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস চ্যাম্পিয়ন হয়েছে। সিপিএলে এ নিয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সাকিবের দল। কিন্তু সাকিব যোগ দেয়ার আগে বার্বাডোজের টালমাটাল অবস্থা ছিল। সাকিব যোগ দিতেই ‘প্লে-অফে’ খেলাও নিশ্চিত করেছে। ফাইনালেও উঠেছে। শিরোপাও জিতেছে বার্বাডোজ। সাকিব শুরুতে দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং-বোলিং করলেও পরে ঝিমিয়ে পড়েন। তবে দলের সবার ঐক্যবদ্ধ নৈপুণ্যে ঠিকই চ্যাম্পিয়ন হয় বার্বাডোজ। সিপিএলের সদ্য সমাপ্ত আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮.৫ গড়ে ১১১ রান করেছেন সাকিব। আর বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে তার মিতব্যয়ী বোলিং বার্বাডোজকে জয় পেতে দারুণ সহায়তা করেছে। এবার আসরের শুরুতে পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিল দলটি। সাকিব যোগ দেয়ার পরই দৃশ্যপট পাল্টে যায়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে বার্বাডোজ। সাকিব মনে করেন দলীয় নৈপুণ্যেই এবার শিরোপা জিতেছে তার দল। তিনি বলেন, ‘আমরা একেবারে শেষের দিকে ছিলাম। তারপরও ভালভাবে কোয়ালিফাই করে দ্বিতীয় স্থানে যাওয়ায় কিছুটা সুবিধা হয়েছিল। প্রতি ম্যাচেই নতুন করে কেউ না কেউ কন্ট্রিবিউট করেছে। এই কারণেই দলটা চ্যাম্পিয়ন হয়েছে।’ তবে নিজের পারফর্মেন্সে খুশি হতে পারেননি সাকিব। আরও ভাল কিছুর আশা ছিল। তা হয়নি। তাই সাকিব বলেছেন, ‘তবে দল চ্যাম্পিয়ন হলেও নিজের পারফর্মেন্সে পুরোপুরি খুশি নই।’ তা নাহলেও প্রতিযোগিতামূলক একটি লীগ খেলে আসায় ভারত সফরে টি২০ সিরিজে তা কাজে লাগবে বলেই মনে করছেন সাকিব।
×