ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ১২:২৩, ১৭ অক্টোবর ২০১৯

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়াটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা বুধবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। বিশ্বদাবা সংস্থার (ফিদে) ৩.২ জোনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। প্রথম রাউন্ডের খেলা শেষে ৫৬ দাবাড়ু স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা ও বিশ্ববিদ্যালয় হতে এক মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৫ ফিদেমাস্টার, এক মহিলা ফিদেমাস্টার ও ৮ ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১২৯ দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থানপ্রাপ্ত ১০ খেলোয়াড় জাতীয় দাবার চূড়ান্তপর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। এবার জয়সওয়ালের বিশ্বরেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেট যেন প্রতিভার খনি। পৃথ্বি শ’র কথা মনে আছে? টেস্ট অভিষেকেই যিনি একাধিক রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন। ক’দিন আগে ‘লিস্ট-এ’ অর্থাৎ ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিতে তাক লাগিয়ে দিয়েছিলেন সাঞ্জু স্যামসন। দু’জনই পরিচিত মুখ। এবার বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছর ২৯২ দিন বয়সী যশবি জয়সওয়াল। খেলেছেন ১৫৪ বলে ২০৩ রানের রেকর্ডগড়া এক ইনিংস। লিস্ট-এ ক্রিকেটে এত কম বয়সে ডাবল সেঞ্চুরির নজির আর দ্বিতীয়টি নেই। ভারতের একদিনের ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইর হয়ে নিজের মাত্র চতুর্থ ম্যাচ খেলতে নেমে এ কীর্তি গড়েন উত্তর প্রদেশে জন্ম নেয়া বাঁহাতি এই ব্যাটসম্যান। বুধবার ঝাড়খ-ের বিপক্ষে অবশ্য অল্পের জন্য পুরো ৫০ ওভার খেলতে পারেননি যশবি। আউট হয়েছেন ২ বল আগে। ১৭ চার ও ১২ ছক্কায় খেলেছেন ২০৩ রানের ইনিংস। এর মাধ্যমে বিশ্বের প্রথম টিনএজার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন যশবি। তারচেয়ে কম বয়সে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। এছাড়া চলতি শতকে জন্ম নেয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এ ইনিংস খেলার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছেন যশবি যা কিনা বিজয় হাজারে ট্রফিতে রেকর্ড সর্বোচ্চ। এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান তিনি। তার আগে কেভি কৌশল ও সাঞ্জু স্যামসন দেখিয়েছেন এ কৃতিত্ব। আর সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় তিনি। তার আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকর, বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা (তিনবার), শিখর ধাওয়ান, কেভি কৌশল এবং সাঞ্জু স্যামসন। এর মধ্যে শচীন, শেবাগ আর রোহিতের ডাবল সেঞ্চুরিগুলো এসেছে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে। আর ধাওয়ান ২৪৮ রান করেছিলেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে।
×