ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু আজ খেলবেন মুস্তাফিজ, লিটন

আজ প্রথম শ্রেণীর ক্রিকেটে বিপ্লবের অভিষেক

প্রকাশিত: ১২:২২, ১৭ অক্টোবর ২০১৯

আজ প্রথম শ্রেণীর ক্রিকেটে বিপ্লবের অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় টি২০ সিরিজে এক ম্যাচেই ঝলক দেখিয়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। যেন লেগস্পিনারের অভাব পূরণ হতে চলেছে। কিন্তু এক ম্যাচ খেলেই ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়ে আর খেলা হয়নি। ব্যাটসম্যান থেকে লেগস্পিনার হয়ে ওঠা এ ক্রিকেটার এখন পর্যন্ত কোন প্রথম শ্রেণীর ক্রিকেটই খেলেননি। আজ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হবে। এ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হবে বিপ্লবের। এই রাউন্ডেই খুলনা বিভাগের হয়ে খেলবেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলে এসে রংপুর বিভাগের হয়ে খেলতে নামবেন লিটন কুমার দাসও। এ রাউন্ডে খেলবেন শ্রীলঙ্কা সফর শেষ করে আসা বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররাও। প্রথম রাউন্ডে শুধু বরিশাল বিভাগ জিততে পেরেছে। সিলেট বিভাগকে হারিয়েছে। বাকি তিনটি ম্যাচই ড্র হয়েছে। আজ প্রথম স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ও রংপুর বিভাগ এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহী ও খুলনা বিভাগ লড়াই করবে। দ্বিতীয় স্তরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে মুস্তাফিজ খেলেননি। তার চোট তখন পুরোপুরি সারেনি। কোমর আর গোড়ালির চোট এখন সেরে ওঠার পথে। তাই দ্বিতীয় রাউন্ডে মুস্তাফিজকে খেলানো হবে। কিন্তু শর্তও থাকছে। যদি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকতে হয় তাহলে সুযোগ মিললেই ১৫ ওভার করে দিনে বোলিং করতে হবে। মুস্তাফিজ তাই পরীক্ষায় নামছেন। মুস্তাফিজের মতো পরীক্ষা দিতে হবে না লিটনের। তবে যেহেতু সামনে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে, সেই সিরিজে লিটনের অন্তর্ভুক্তি আরও পোক্ত করবে যদি বড় ইনিংস খেলতে পারেন। মুস্তাফিজ, লিটনের সঙ্গে এই রাউন্ডে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা রাজশাহীর নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, খুলনার মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, ঢাকার নাঈম শেখ, সিলেটের আবু জায়েদ রাহী, আফিফ হোসেন ধ্রুব, ঢাকা বিভাগের সাইফ হাসান, রংপুরের আরিফুল হক, চট্টগ্রামের নাঈম হাসানরাও খেলবেন। সঙ্গে সোহাগ গাজীর মতো ফিটনেস টেস্ট উতরাতে না পারা ক্রিকেটারদের শেষবারের মতো খেলার সুযোগ দেয়া হচ্ছে। বিপ্লব প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবেন। এমনিতেই টেস্টে লেগস্পিনারদের বিশেষ সুযোগ করে দেয়া হয় না। বিপ্লব সুযোগ পাবেন। আর সুযোগে বিপ্লব কতটা ভাল করতে পারেন সেদিকেও নজর থাকবে। মাত্র একবছর আগে লিস্ট এ ক্রিকেট খেলা শুরু করেন। প্রথম শ্রেণীর ক্রিকেট এখনও খেলেননি। এরমধ্যেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ফেলেন বিপ্লব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচটিও হয় চমক জাগানিয়া। ত্রিদেশীয় টি২০ সিরিজে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলতে নেমেই ঝলক দেখান। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করে নেন। লেগস্পিনার মিলে গেছে। এমনই যেন মনে হয়। কিন্তু দুর্ভাগ্য জড়িয়ে ধরতে খুব বেশি সময় লাগেনি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ম্যাচটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সেই ম্যাচেই আবার ইনজুরিতে পড়েন। বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটসম্যানের ভূমিকায় থাকা বিপ্লব লেগস্পিনে দ্যুতি ছড়িয়ে মাঠের বাইরেও চলে যান। বল হাতে আলো ছড়ান। এরপর সেই আলো আর দেখা যায়নি। কারণ তিনি ইনজুরিতে খেলতেই পারেননি। চোটের কারণে ছিটকে যেতে হয় তাকে। তার আনন্দ হতাশায় রূপ নিতে সময় লাগেনি। জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচেই হ্যামিল্টন মাসাকাদজার শট তালুতে লাগলে সিরিজ শেষ হয়ে যায় তার। সেলাইও দিতে হয়েছিল তালুতে। চোট কাটিয়ে এখন বোলিং করেছেন বিপ্লব। পুরোদমে অনুশীলন করেছেন। ১৯ বছর বয়সী এই তরুণ এখন আছেন প্রথম শ্রেণীর ক্রিকেট এনসিএলের ২২ গজে নামার অপেক্ষায়।
×