ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেরাদুনে আফগান সিরিজে নেই ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো তারকা

সিপিএল মাতিয়ে উইন্ডিজ দলে ব্র্যান্ডন কিং

প্রকাশিত: ১২:২০, ১৭ অক্টোবর ২০১৯

সিপিএল মাতিয়ে উইন্ডিজ দলে ব্র্যান্ডন কিং

স্পোর্টস রিপোর্টার ॥ পুরো নাম ব্র্যান্ডন আলেকজান্ডার কিং। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) রাজার মতোই ব্যাটিং করেছেন জ্যামাইকায় জন্ম নেয়া ২৪ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান। রানার্সআপ এ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছেন। ফলটাও পেলেন হাতেনাতে। ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের ওয়ানডে ও টি২০ দলে ডাক পেলেন কিং। সিপিএলে চ্যাম্পিয়ন দল বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে আসরের সর্বোচ্চ ২২ উইকেট শিকারি লেগস্পিনার হেইডেন ওয়ালস জুনিয়রও রঙিন পোশাকের দুই ভার্সনে জায়গা করে নিয়েছেন। সিপিএলে বার্বাডোজ চ্যাম্পিয়ন হওয়ার একদিন পর ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। সঙ্গে নতুন নির্বাচক প্যানেল। তবে দলে জায়গা হয়নি দুই তারকা ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলের। ওয়ানডে ও টি২০তে অধিনায়ক কাইরন পোলার্ড। টেস্টের দায়িত্ব যথারীতি জেসন হোল্ডারের কাঁধে। সিপিএলে গায়ানার রেকর্ড টানা ১১ জয়ের কারিগর ছিলেন ওপেনার কিং। রানার্সআপ ফ্রাঞ্চাইজিটির হয়ে ১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন আসরের সর্বোচ্চ ৪৯৬ রান। গড় ৫৫.১১। তার স্ট্রাইক রেটও দুর্দান্ত, ১৪৮.৯৪। সর্বোচ্চ অপরাজিত ১৩২। অন্যদিকে প্রথম ৪ ম্যাচ না খেলা ওয়ালশ জুনিয়র পরের ৯ ম্যাচে শিকার করেছেন আসরের সর্বোচ্চ ২২টি উইকেট। এ দু’জনকেই নিজেদের পারফর্মেন্সের পুরস্কার দিয়েছে উইন্ডিজ বোর্ড। মজার ব্যাপার হলো ২০১৮ সালেই নিজ জন্মভূমি আমেরিকার হয়ে খেলা শুরু করেছিলেন ওয়ালশ জুনিয়র। এমনকি চলতি বছরের শুরুতে হয়ে গেছে তার আন্তর্জাতিক অভিষেকও। খেলেছেন ১টি ওয়ানডে ও ৮টি টি২০। নিয়েছেন ৬ উইকেট। দুই দেশেরই বৈধ পাসপোর্ট রয়েছে তার। উইন্ডিজের হয়ে যিনি ইতোমধ্যে ৪টি টি২০ খেলেছেন। বছর তিনেক আগে সর্বশেষ ওয়ানডে খেলা কাইরন পোলার্ডের নেতৃত্বেই ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৫-২৭ নবেম্বর ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে তিন টি২০, তিন ওয়ানডে ও একটি টেস্ট খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
×