ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার জনের ফাঁসি

প্রকাশিত: ১২:০৩, ১৭ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৬ অক্টোবর ॥ হানিফ খামারুজ নামের এক কৃষককে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও ভাইপোসহ চার জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলো ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু কসাই ওরফে জাকির প্রামাণিকের ছেলে শ্যামল প্রামাণিক (৪০), মৃত বাদশা আলী ম-লের ছেলে আসমত আলী ম-ল (৪৩), নিহতের ভাইপো মৃত মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন (৩৮) এবং নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম। আদালত সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামে ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে কে বা কারা কৃষক হানিফ খামারুজকে শ^াসরোধ ও কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ১১ এপ্রিল সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ১ম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদী হয়ে ভেড়ামার থানায় একটি হত্যা মামলা করেন।
×