ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মা সমাবেশ

প্রকাশিত: ১২:০০, ১৭ অক্টোবর ২০১৯

মা সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় শেখ হেলাল উদ্দীন একাডেমির উদ্যোগে ২০১৮ সালে পিইসি পরীক্ষায় শেখ হেলাল উদ্দীন একাডেমির বৃত্তি ও জিপিএ ৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীর সংবর্ধনা করা হয় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সুখময় ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন খান, মোহন আলী বিশ্বাস, ডাঃ ইয়াকুব আলী, সাবেরা বেগম স্বপ্না কামাল প্রমুখ। জন্মনিবন্ধন নিয়ে সভা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ অক্টোবর ॥ শিশু সুরক্ষা কর্মসূচীর আওতায় জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন নিশ্চিতকরণ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর আমান উল্øাহ উচ্চ বিদ্যালয় হলরুমে বুধবার দুপুরে এক গণ শুনানি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণ শুনানির আয়োজন করে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপিতত্বে গণ শুনানিতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা কো-অর্ডিনেটর এলজিসি আবদুল হালিম মিয়া, সুজন ওয়ালিস বিশ্বাস, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ প্রমুখ।
×