ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব এ্যানেসথেশিয়া ও মেরুদণ্ড দিবস পালন

প্রকাশিত: ১১:৫৫, ১৭ অক্টোবর ২০১৯

বিশ্ব এ্যানেসথেশিয়া ও মেরুদণ্ড দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (বিএসএমএমইউ) বুধবার সকালে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও ‘বিশ্ব এ্যানেসথেশিয়া দিবস ২০১৯’ ও বিশ্ব মেরুদ- দিবস ২০১৯ পালিত হয়েছে। ১৭৩তম বিশ্ব এ্যানেসথেশিয়া দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এবারে বিশ্ব এ্যানেসথেশিয়া দিবসের প্রতিপাদ্য ‘অনলি টু হ্যান্ডস সেভ দ্য লাইভ অব মেনি পিপলস’। বাংলাদেশ সোসাইটি অব এ্যানেসথেশিওলজিস্টস-এর উদ্যোগে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুলাহ সিকদার। দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো হয় এবং শহীদ ডাঃ মিলন হলে কেক কাটা হয়েছে। -বিজ্ঞপ্তি ভুয়া চিকিৎসককে দ- স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মেডিক্যাল সেন্টারে অভিযান পরিচালনা করে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকরা হচ্ছেন, ডে-নাইট মেডিক্যাল সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক ইসমাইল হোসেন ও ভুয়া চিকিৎসক মোঃ সাইফুর রহমান। ডিএমপির সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কামরাঙ্গীরচর থানার ডে-নাইট মেডিক্যাল সেন্টারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ডে-নাইট মেডিক্যাল সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক ইসমাইল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আরেকজন ভুয়া চিকিৎসক মোঃ সাইফুর রহমান যিনি নিজেকে এমবিবিএস ডিগ্রীধারী পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
×