ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাত না ধোয়ায় প্রতি তিনজনে একজন ডায়রিয়ায় আক্রান্ত

প্রকাশিত: ১১:৫৫, ১৭ অক্টোবর ২০১৯

হাত না ধোয়ায় প্রতি তিনজনে একজন ডায়রিয়ায় আক্রান্ত

অক্টোবর ১৫ মঙ্গলবার ছিল বিশ্ব হাত ধোয়া দিবস। রোগ প্রতিরোধ করতে, জীবন বাঁচাতে একটি কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের উপায় হিসেবে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বুঝতে সাহায্য করার জন্য দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রাতিপাদ্য বিষয় ছিল ‘সকলের হাত পরিষ্কার থাক’। ওয়াটারএইড এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দিবসটির গুরুত্ব উপলদ্ধি করে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল, আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বাউনিয়াবাধ এবং কল্যাণপুর পোড়াবস্তিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পেন-এর আয়োজন করে। কমপক্ষে এক হাজার একশ’ জনকে প্রত্যক্ষভাবে সঙ্গে নিয়ে ক্যাম্পেনটি সম্পন্ন হয়েছে। পরিষ্কার হাত দৈনন্দিন জীবনের অংশ করতে শিশু, কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্কদের অনুপ্রাণিত করাই ছিল প্রচারণা ক্যাম্পেনটির মুখ্য উদ্দেশ্য । সুস্থ থাকার জন্য, সাবান ও জল দিয়ে হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, তিনজনে একজন ডায়রিয়া সংক্রান্ত অসুস্থতা এবং শ্বাসজনিত সংক্রমণ পাঁচজনে একজন হাত ধোয়ার মাধ্যমে আটকাতে পারে। এ্যাড্রেসিং ওয়াশ ক্রাইসিস ইন লো-ইনকাম সেটেলমেন্টস অব গামেন্টস ওয়ার্কার্স ইন মিরপুর, ঢাকা প্রকল্পের ‘পরিষ্কার হাত, জীবন আরও ভাল’ স্লোগানটির মূল লক্ষ্য নিয়ে ১৫শ’ কপি লিফলেট, সঠিকভাবে হাত ধোয়ার ধাপ বিষয়ে এক হাজারটি বাটলার বিতরণ করা হয়েছে। তাছাড়া ডিসেম্বর ২০২০ সালের মধ্যে টেকেরবাড়ী, শহীদবাগ, বাউনিয়াবাধ এবং কল্যাণপুর পোড়াবস্তি এলাকায় ১০ হাজার জনকে হাত ধোয়ার বিষয়ে বিশেষ ক্লাস নেয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসাবে ২৫শ’ জনকে হাত ধোয়ার বিশেষ ক্লাস প্রদান করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×