ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপসচিব রতনের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ১১:৫৪, ১৭ অক্টোবর ২০১৯

উপসচিব রতনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত) এ কে এম রেজাউল করিম রতন জামিনের আবেদন করেও পাননি। বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। গত ১২ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজার এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। রতন মোহাম্মদপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। পরদিন তাকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করা হয়। ওইদিন ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী ১৬ অক্টোবর জামিনের আবেদনের শুনানির দিন ঠিক করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী বুধবার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামির পক্ষে এ্যাডভোকেট অনিমেষ কুমার দাশ জামিনের আবেদনের শুনানি করেন। অন্যদিকে ভিকটিমের পক্ষে এ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস জামিন আবেদনের বিরোধিতা করেন। মামলায় অভিযোগ, গত ৭ অক্টোবর এক নারী (৩০) কে তার হাজারীবাগ থানাধীন পশ্চিম মধুবাবাজারের বাসায় ধর্ষণের চেষ্টা চালানো হয়। ওইদিনই ভিকটিম হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, একই আসামির বিরুদ্ধে একই ভিকটিম এর আগেও একটি ধর্ষণের এবং একটি গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন ভিকটিমের আইনজীবী এ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস।
×