ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতিবাজ, অসৎ অফিসার ও রাজনীতিকের বিরুদ্ধে অভিযান চাই ॥ ইনু

প্রকাশিত: ১১:২৩, ১৭ অক্টোবর ২০১৯

দুর্নীতিবাজ, অসৎ অফিসার ও রাজনীতিকের বিরুদ্ধে অভিযান চাই ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে। বুধবার রাজধানীতে অনুষ্ঠিত দলের এক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন। এসময়ে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সুশাসনের দাবিতে ১৪ দলের অন্যতম শরিক জাসদ দেশব্যাপী কর্মসূচীর আয়োজন করে। রাজধানীতে অনুষ্ঠিত গণমিছিলে ‘সুশাসনের বিকল্প নাই-দুর্নীতিবাজদের ক্ষমা নাই’, ‘ঘুষ-দুর্নীতির দিন শেষ-সুশাসনের বাংলাদেশ’, ‘অফিস-আদালতে ঘুষ, দুর্নীতিÑচলবে না-বন্ধ কর’, ‘শেখ হাসিনার নির্দেশ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ’, ‘শেখ হাসিনার নির্দেশ-সুশাসনের বাংলাদেশ’, ‘জাসদ লড়বে-সুশাসন আনবে’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন দলটির নেতাকর্মীরা। বুধবার বিভিন্ন জেলা ও উপজেলায় জাসদ গণমিছিলের আয়োজন করে। দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, অসৎ রাজনীতিকদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান পরিচালনার দাবি জানিয়ে ১৪ দলের অন্যতম শরিক নেতা ইনু বলেন, যে কোন মূল্যে অপরাধী সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করারও দাবি জানান তিনি। ইনু বলেন, যে দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মতো শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের সুফল খেয়ে ফেলছে, সরকারের গায়ে কালিমা লাগাচ্ছে তারা যত ক্ষমতাবানই হোক না কেন তাদের ধরতে হবে। শায়েস্তা করতে হবে।
×