ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু প্রযুক্তি ভার্সিটির চার বিভাগীয় প্রধান ও তিন শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ১০:৫৯, ১৭ অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধু প্রযুক্তি ভার্সিটির চার বিভাগীয় প্রধান ও তিন শিক্ষকের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ অক্টোবর ॥ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের চেয়ারম্যান, দুটি হলের প্রভোস্ট এবং একজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমাদানকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান ড. এম এ সাত্তার, ফুড এ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহীন, আইন বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস মিয়া এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মোঃ সফিকুজ্জামান, শেখ রেহানা হলের প্রভোস্ট মজনুর রশীদ এবং শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম ও সহকারী প্রভোস্ট মুরাদ হোসেন। এর আগে সোমবার পদত্যাগ করেন ছাত্র-উপদেষ্টা আব্দুর রহিম। এ ব্যাপারে বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান জানিয়েছেন, বিভিন্ন বিভাগের ওই চার চেয়ারম্যানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। ব্যাক্তিগত কারণ দেখিয়ে সকলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটা গ্রহণ করা হয়েছে। শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ ফিরে আসবে।
×