ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে একজনকে হাত পা বেঁধে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৯, ১৭ অক্টোবর ২০১৯

গোপালগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে একজনকে হাত পা বেঁধে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ অক্টোবর ॥ গোপালগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দু’ সভাপতি প্রার্থীর মধ্যে বিরোধের জেরে শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে। নিহত শাহ আলমের চাচাত ভাই বাবুল শেখ জানিয়েছেন, সোমবার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় উত্তর গঙ্গারামপুর গ্রামের মোশাররফ মল্লিক ও ইমারত হোসেন কিনু মল্লিক সভাপতি প্রার্থী হন। ওই দু’সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে সিন্দিয়াঘাট বাজারে দু’প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মোশাররফ মল্লিকের সমর্থক শাহ আলম রাজৈর হাসপাতালে ভর্তি সংঘর্ষে আহত চাচাত বোন মিনাকে দেখতে মঙ্গলবার দুপুরে রাজৈরের উদ্দেশে রওনা হয়। এরপর থেকে শাহ আলম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টার দিকে এলাকাবাসী হাত-পা বাঁধা অবস্থায় শাহ আলমকে কুমার নদের পাড়ে পড়ে থাকতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে রাত ৮ টার দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×