ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিক্ষোভ করতে গিয়ে আটক ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোন

প্রকাশিত: ১০:০৪, ১৭ অক্টোবর ২০১৯

বিক্ষোভ করতে গিয়ে আটক ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোন

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছে ফারুক আবদুল্লাহর মেয়ে এবং বোনসহ অনেক মহিলা বিক্ষোভকারী। জানা গেছে, শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বহু মহিলা জড়ো হন। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখানো শুরু করতেই পুলিশ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ডজনেরও বেশি মহিলাকে আটক করে। আটক করা মহিলাদের মধ্যে আবদুল্লাহর বোন সুরাইয়া, মেয়ে সাফিয়া এবং জম্মু ও কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির রয়েছেন। এ সময় সুরাইয়া বলেন, ‘৫ অগাস্ট আমাদের বাড়িতে তালাবদ্ধ করে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও কার্যকর হয় না,’। ওই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা সমাজকর্মী এবং শিক্ষাবিদও । গুলিতে নিহত ৩ ॥ কাশ্মীরের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে বুধবার পুলিশের দুটি সূত্র এ খবর জানায়। ওই গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় নিয়েছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে সৈন্যরা সেখানে অভিযান শুরু করে, অভিযানের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। লড়াইয়ে হতাহতের নিশ্চিত কোন প্রতিবেদন পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে ফের পোস্টপেইড মোবাইল সেবা চালু করে ভারতীয় কর্তৃপক্ষ। তারপর এই প্রথম নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটল। এসএমএস বন্ধ ॥ ভারতশাসিত কাশ্মীরে টেক্সট মেসেজিং সার্ভিস চালু হওয়ার কয়েক ঘণ্টার মাথায় তা আবার বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহভাজন জঙ্গীরা এক ট্রাক চালককে হত্যা ও তার যানটি পুড়িয়ে দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয় বলে কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে। নিরাপত্ত সূত্রগুলো জানিয়েছে জঙ্গীদের যোগাযোগ সামর্থ্য কমাতে টেক্সট সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। -এনডিটিভি
×