ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় চার জাতি উয়েফা অ-১৬ টুর্নামেন্ট শুরু, ফ্যারো আইল্যান্ড উড়িয়ে দিল মালদ্বীপকে

প্রকাশিত: ০৭:৫২, ১৬ অক্টোবর ২০১৯

ঢাকায় চার জাতি উয়েফা অ-১৬ টুর্নামেন্ট শুরু, ফ্যারো আইল্যান্ড উড়িয়ে দিল মালদ্বীপকে

স্পোর্টস রিপোর্টার ॥ চার দেশের অংশগ্রহণে উয়েফা অনুর্ধ-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট বুধবার থেকে শুরু হয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ইউরোপের দেশ ফ্যারো আইল্যান্ড বড় জয়ে শূভসূচনা করেছে। তারা ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। অথচ ম্যাচের ২৬ মিনিট পর্যন্ত মালদ্বীপই ২-০ গোলে এগিয়েছিল! এরপর গোলের খাতা খোলে ফ্যারো আইল্যান্ড। প্রথমার্ধ শেষ হওার আগে টানা চার গোল করে ৪-২ গোলে লিড নেয় তারা। বিরতির মিনিট সাতেক পরেই মালদ্বীপ একটি গোল শোধ করলে ব্যবধান কিছুটা কমে আসে, ৩-৪। তবে সেটাই শেষ। এরপর নিয়মিত বিরতিতে গোলের বন্যা বইয়ে দেয় ফ্যারো আইল্যান্ডের ফুটবলাররা। করে আরও ছয় গোল! ম্যাচের একদম শেষ মিনিটেও প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা। এই আসরের বাকি দুটি দেশ হচ্ছে বাংলাদেশ এবং কম্বোডিয়া। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মোট ৬টি খেলা। সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে (সেটি ছিল প্রথম আসর) খেলতে গিয়েছিল বাংলাদেশ। যেখানে খেলতে হয়েছিল মালদ্বীপ, থাইল্যান্ড ও সাইপ্রাসের বিপক্ষে। ওই প্রতিযোগিতায় থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর মালদ্বীপকে হারিয়েছিল ১০-০ গোলে। তবে সাইপ্রাসের কাছে হেরেছিল ৪-০ গোলে। সেবার তৃতীয় হয়েছিল লাল-সবুজরা। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
×