ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৭:৫১, ১৬ অক্টোবর ২০১৯

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়াটেক লিমিটেডর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা বুধবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বিশ^ দাবা সংস্থার (ফিদে) ৩.২ জোনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। প্রথম রাউন্ডের খেলা শেষে ৫৬ দাবাড়ু স্ব স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা ও বিশ্ববিদ্যালয় হতে এক মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৫ ফিদেমাস্টার, এক মহিলা ফিদেমাস্টার ও ৮ ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১২৯ দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত ১০ খেলোয়াড় জাতীয় দাবার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
×