ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে রোড সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:৪৭, ১৬ অক্টোবর ২০১৯

ঈশ্বরদীতে রোড সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ বুধবার সকালে ঈশ্বরদী-বাঘা রোডের আরামবাড়িয়া বাজার ও মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে রোড সংস্কারের দাবিতে প্রতিশ্রুতি সেবা ও উন্নয়ন মূলক সংস্থার পক্ষ থেকে মানববন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। সংস্থার মহাপরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা, হাসিবুর রহমান,মোস্তাফিজুর রহমান স্বজন, রাফি, রায়হান ও সজিবসহ অন্যরা । বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিদিন অতিরিক্ত পরিমাণ ওভার লোডিং ও ফিটনেস বিহীন যানবাহন চলাচলের কারণে ঈশ্বরদী থেকে লালপুর ও বাঘা হয়ে রাজশাহীর মধ্যে চলাচলের একমাত্র রোডটি অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় রোডটির সারা শরীরে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে । ফলে দৈনিক কর্মসহ নানা কারণে ঈশ্বরদী থেকে বাঘা পর্যন্ত চলাচলকারী প্রায় ৩৫ লাখ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে এলাকাবাসি।
×