ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিখটেনস্টাইনকে উড়িয়ে দিল ইতালি

প্রকাশিত: ২৩:০৩, ১৬ অক্টোবর ২০১৯

লিখটেনস্টাইনকে উড়িয়ে দিল ইতালি

অনলাইন ডেস্ক ॥ আগের ম্যাচে গ্রিসকে হারিয়ে ইউরো ২০২০-এর মূল পর্ব নিশ্চিত করা নির্ভার ইতালির সামনে দাঁড়াতেই পারল না গ্রুপের তলানিতে থাকা লিখটেনস্টাইন। বাছাইপর্বে নিজেদের অজেয় যাত্রা ধরে রেখেছে রবের্তো মানচিনির দল। লিখটেনস্টাইনের মাঠে মঙ্গলবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে এই গ্রুপ থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করা ইতালি। জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। একটি করে গোল করেন ফেদেরিকো বের্নারদেস্কি, আলেস্সিও রোমানিওলি ও স্তেফান এল শারাউই। দ্বিতীয় মিনিটেই ইতালিকে এগিয়ে নেন বের্নারদেস্কি। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস ফরোয়ার্ড। একচেটিয়া বল দখলে এগিয়ে থাকা ইতালি বিরতির আগে আর গোলের দেখা পায়নি। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলোত্তি। কর্নার থেকে পাওয়া বল হেড করে জালে জড়ান তোরিনোর এই স্ট্রাইকার। সাত মিনিট পর শারাউইয়ের ক্রসে হেড করে ব্যবধান আরও বাড়ান রোমানিওলি। ৮২তম মিনিটে ব্রায়ান ক্রিসতান্তের থ্রু বল পেয়ে ডান পায়ের শটে দলের চতুর্থ গোলটি করেন শারাউই। যোগ করা সময়ে খুব কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন বেলোত্তি। আট ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা ইতালির পয়েন্ট হলো ২৪। গ্রুপের আরেক ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোলে হারানো ফিনল্যান্ড ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার পয়েন্ট সমান ১০ করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে আর্মেনিয়া।
×