ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিলেস, ব্রিজিদ, গফে আলোকিত বিশ্ব ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ১২:২০, ১৬ অক্টোবর ২০১৯

বিলেস, ব্রিজিদ, গফে আলোকিত বিশ্ব ক্রীড়াঙ্গন

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ছিলেন তিন তরুণী। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বিলেস, কেনিয়ার দৌড়বিদ ব্রিজিদ কসগি ও যুক্তরাষ্ট্রের টেনিস বিস্ময় কোকো গফ আলোকিত করে রেখেছিলেন বিশ্বকে। বরাবরের মতোই জিমন্যাস্টে নিজের আলোড়ন তোলা পারফর্মেন্স ধরে রেখেছেন বিলেস, মেয়েদের ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন ব্রিজিদ আর গফ সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ২০১৭ সালের ইউএস ওপেনে বালিকা এককে ফাইনাল খেলেছেন। সবচেয়ে কম বয়সী হিসেবে গফ ডব্লিউটিএ শিরোপা জিতে ইতিহাস গড়েন লেডিস লিঞ্জ ওপেনে। ২২ বছর বয়সী বিলেস, ২৫ বছর বয়সী ব্রিজিদ আর ১৫ বছর বয়সী গফ সম্মিলিতভাবে মাত্র ৬২ বছর। এ ত্রয়ী গত সপ্তাহে নিজ নিজ ক্রীড়াক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্বব্যাপীই তিনজন বিস্ময়ের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। আর তাই বিশ্বের জনপ্রিয় ও কিংবদন্তিরা তাদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিজিদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন যে, সারাবিশ্বের জন্য মানবতার প্রকৃষ্ট উদাহরণ তিনি। তিনবারের অলিম্পিক পদকজয়ী এ্যাথলেট আলেক্সান্দ্রা রেইসম্যান দাবি করেছেন তিনি বিলেসের জন্য শ্রদ্ধাবনত, টেনিস কিংবদন্তি বিলি জিন কিং গফ ও বিলেসকে নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে এ নারী ত্রয়ী বিশ্ব ক্রীড়াঙ্গনকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। গত রবিবার বিলেস বিশ্বচ্যাম্পিয়নশিপসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী জিমন্যাস্ট হিসেবে বিশ্বরেকর্ড গড়েন। তিনি যেন হয়ে গেছেন স্বর্ণের নারী। এবারও দুটি স্বর্ণপদক জিতেছেন বিলেস। স্টুটগার্টে বেলারুশের ভিতালি শেরবোকে ব্যালান্স বিম ও ফ্লোর ইভেন্টে পরাজিত করে সবমিলিয়ে নিজের ২৫তম পদক জয় করেন তিনি। এর মধ্যে ১৯টিই আবার স্বর্ণপদক। ২০০৩ সালে ব্রিটেনের পলা র‌্যাডক্লিফ বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ম্যারাথনের বিশ্বরেকর্ড ধরে রেখেছিলেন। পুরুষ কিংবা নারী ম্যারাথনে তিনিই ছিলেন সবার ওপরে। ওই সময় তিনি ২ ঘণ্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ড টাইমিং গড়েছিলেন তিনি। কিন্তু ২০১৯-এর শেষদিকে এসে ২৫ বছর বয়সী ব্রিজিদ তাকে পেছনে ফেললেন। ১৬ বছর স্থায়ী বিশ্বরেকর্ড তিনি শিকাগো ম্যারাথনে ভেঙ্গে দিয়েছেন ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড টাইমিংয়ে। পুরুষদের ম্যারাথনে মাত্র ২২ জন দৌড়বিদ ব্রিজিদের চেয়ে দ্রুত দৌড়াতে পেরেছেন আজ পর্যন্ত। যদি ১৯৬৪ সালে এই টাইমিং গড়তেন তবে তিনি পুরুষদের ম্যারাথনের বিশ্বরেকর্ডটাও গড়তে পারতেন। বিলেস ছাড়াও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়েছেন গফ। ২০১৭ সালেই ইতিহাস গড়েছিলেন সর্বকনিষ্ঠ হিসেবে ইউএস ওপেনের বালিকা এককে ফাইনাল খেলে। এবার তিনি মাত্র ১৫ বছর বয়সে ডব্লিউটিএ শিরোপা জিতে আরেকটি ইতিহাস গড়েছেন। লেডিস লিঞ্জ ওপেনে জেলেনা অস্টাপেঙ্কোকে হারানোর আগে তিনি কিকি বার্টেন্স ও আন্দ্রেয়া পেটকোভিচের মতো বড় প্রতিপক্ষদের হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন। গত বছর পেশাদার ক্যারিয়ার শুরুর পর এ মৌসুমের গোড়ার দিকে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ৬০০’র নিচে ছিলেন তিনি। কিন্তু এখন তার র‌্যাঙ্কিং ৭১।
×