ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম মহিলা অনুর্ধ-১৯ টি২০ বিশ্বকাপ বাংলাদেশে

প্রকাশিত: ১২:১৮, ১৬ অক্টোবর ২০১৯

প্রথম মহিলা অনুর্ধ-১৯ টি২০ বিশ্বকাপ বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষদের অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৮ সাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে। তবে ছেলেদের এ বিশ্বকাপ টি২০ ফরমেটে হয়নি এখনও। এবার অনুর্ধ-১৯ পর্যায়েও টি২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ২০২১ সালের প্রথম অনুর্ধ-১৯ টি২০ বিশ্বকাপ হবে মেয়েদের। উদ্বোধনী এ আসরটির আয়োজক করা হয়েছে বাংলাদেশকে। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়েছে নিয়মিত এই আসরটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হবে। এছাড়া মেয়েদের আইসিসি ইভেন্টগুলোয় প্রাইজমানি প্রায় ৩২০ ভাগ বাড়ানো হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মহিলা টি২০ বিশ্বকাপ থেকেই এটি কার্যকর হবে। পুরুষদের ক্রিকেটে বিশ্বব্যাপীই অনুর্ধ-১৯ পর্যায়ের ক্রিকেটের চর্চা ব্যাপক। যার কারণে এই ফরমেটের ৫০ ওভারের বিশ্বকাপ অনেক আগে থেকেই আয়োজন করে আসছে আইসিসি। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) নিয়মিত যুব এশিয়া কাপ আয়োজন করে। তবে ছেলেদের অনুর্ধ-১৯ টি২০ বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ হয়নি। পুরুষদের পাশাপাশি মহিলাদের ওয়ানডে ও টি২০ বিশ্বকাপ বেশ আগে থেকে আয়োজিত হলেও অনুর্ধ-১৯ পর্যায়ে আইসিসির কিংবা অন্য কোন বড় ইভেন্ট দেখা যায়নি। এবার আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে অনুর্ধ-১৯ মহিলা টি২০ বিশ্বকাপ আয়োজনের। আইসিসি মনে করছে এতে করে মহিলা ক্রিকেটে দ্রুত উন্নতি ঘটবে এবং ভবিষ্যতে ভাল ক্রিকেটার বেরিয়ে আসবে। যেমনটা পুরুষদের ক্ষেত্রে অনুর্ধ-১৯ থেকে ভবিষ্যতের অনেক মহাতারকা বেরিয়ে এসেছেন। ২০২১ সালে মহিলা অনুর্ধ-১৯ টি২০ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে। দুই বছর পর পর এই আসরটি নিয়মিত আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। আইসিসি মেয়েদের আইসিসি ইভেন্টগুলোয় ২.৬ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বাড়িয়ে দিয়েছে। আসন্ন মহিলা টি২০ বিশ্বকাপে যে প্রাইজমানি থাকবে তা পূর্বের (২০১৮) তুলনায় প্রায় ৩২০ ভাগ বেশি। চ্যাম্পিয়নরা ১ মিলিয়ন এবং রানার্সআপ ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার পাবে। বিশ্বকাপে অংশ নেয়া দশটি দেশই পাবে মোটা অঙ্কের অর্থ। ২০১৭ মহিলা ওয়ানডে বিশ্বকাপে সবমিলিয়ে প্রাইজমানি ছিল ২ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য পরবর্তী মহিলা ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি থাকবে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। আইসিসি পরিকল্পনা নিয়েছে ৮ বছর মেয়াদী একটি চক্রের। ভবিষ্যত ট্যুর পরিকল্পনায় ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত মহিলা ক্রিকেটে ৮টি ইভেন্ট আয়োজন করা হবে। এছাড়া এ সময়ের মধ্যে মহিলা অনুর্ধ-১৯ দলের থাকবে ৪টি আইসিসি ইভেন্ট।
×