ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্তুগালকে হারিয়ে চূড়ান্তপর্বে ইউক্রেন

প্রকাশিত: ১২:১৭, ১৬ অক্টোবর ২০১৯

পর্তুগালকে হারিয়ে চূড়ান্তপর্বে ইউক্রেন

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ও উয়েফা নেশন্স কাপের চ্যাম্পিয়ন পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ইউক্রেন। সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি অনু্িষ্ঠত হয়। হারের কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের মূলপর্বে খেলা কিছুটা কঠিন হয়ে গেছে। আগের ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ড ‘এ’ গ্রুপে ঝালটা মিটিয়েছে স্বাগতিক বুলগেরিয়ার বিরুদ্ধে। সোফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ইংলিশদের কৃষ্ণাঙ্গ ফুটবলার। এরপরও বুলগেরিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গেল বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ইংল্যান্ড। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে তুরস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর ফলে তুরস্কের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হলো না ফরাসীদের। কেননা প্রথম লেগে তুর্কীদের কাছে হেরেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। দারুণ ধারাবাহিকতা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষে থেকে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে আন্দ্রে শেভচেঙ্কোর ইউক্রেন। কিয়েভে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে রোমান ইয়ারেমচাক ও আন্ড্রি ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডো এক গোল পরিশোধ করলেও তা পর্তুগালের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ইউক্রেনের হয়ে ১১১ ম্যাচে ৪৮ গোল করা সাবেক স্ট্রাইকার শেভচেঙ্কো খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন সফল তেমনি কোচ হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়া ২-১ গোলে লিথুনিয়াকে পরাজিত করে পর্তুগালের থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে। দু’দলেরই হাতে আছে দুটি করে ম্যাচ। দ্বিতীয় দল হিসেবে চূড়ান্তপর্বে যেতে হলে পর্তুগালকে অবশ্যই সার্বিয়ার বিরুদ্ধে জিততে হবে। বুলগেরিয়াকে উড়িয়ে দেয়ার পরও ইংল্যান্ডকে ইউরোর টিকেট পেতে আরও কিছুটা অপেক্ষায় থাকতে হচ্ছে। সোফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য ফলাফলকে ছাপিয়ে বর্ণবাদী আচরণের কারণে সমালোচিত হয়েছে। স্বাগতিক দর্শকদের বর্ণবাদের শিকার হয়েছেন ইংলিশ খেলোয়াড়রা। যে কারণে দুইবার খেলা বন্ধ রাখতে হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা স্বাগতিক সমর্থকদের বর্ণবাদের শিকার হলেন। এর আগে মার্চে মন্টিনিগ্রোর বিরুদ্ধে ৫-১ গোলের জয়ের ম্যাচটিতেও একই ঘটনা ঘটেছিল। এবারের ঘটনাটি নিয়ে ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন উয়েফার কাছে তদন্তের দাবি জানিয়েছে। ম্যাচে ২৬ বছর বয়সী ডিফেন্ডার টাইরোন মিংসের ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ম্যাচের শুরু থেকেই এই কৃষ্ণাঙ্গ বর্ণবাদী আচরণের শিকার হন। মার্কোস রাশফোর্ড ও রস বার্কলির গোলে ২০ মিনিটে ইংল্যান্ড ব্যবধান দ্বিগুণ করার পর প্রথমবারের মতো ম্যাচ সাময়িক বন্ধ করে দেয়া হয়, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। এরপর ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে ৩২ মিনিটে বার্কলি নিজের দ্বিতীয় গোল করার পর দ্বিতীয়বার খেলা বন্ধ হয়ে যায়। এ সময় ক্রোয়েশিয়ান রেফারি ইভান বেবেক দু’দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাহিম স্টার্লিং বিরতির ঠিক আগে ও বিরতির পরপরই দু’টি গোল করে ইংলিশরা পাঁচ গোলে এগিয়ে যায়। ম্যাচের শেষ মিনিটে ফুটবলের জনকদের হয়ে ছয় নম্বর গোল করেন অধিনায়ক হ্যারি কেন। তুরস্কের বিরুদ্ধে প্যারিসের স্টাডে দ্য প্রিন্সেসে ড্র করেছে ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় অলিভিয়ের জিরুডের গোলে এগিয়ে যায় ফরাসীরা। তবে ছয় মিনিট পর কান আইহানের গোলে সমতা ফেরায় তুরস্ক। এই ড্রয়ে ৮ ম্যাচ পরে ফ্রান্স ও তুরস্ক দু’দলেরই ভা-ারে জমা ১৯ পয়েন্ট করে। হেড-টু-হেডে অবশ্য ফ্রান্সকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে অবস্থান করছে তুরস্ক। গত জুনে তুরস্কের মাটিতে ২-০ গোলে পরাজিত হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
×