ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দোলনকারীদের পদযাত্রা

জাবিতে নতুন ব্যানারে ভিসিপন্থীদের তিন দিনের কর্মসূচী

প্রকাশিত: ১২:০৩, ১৬ অক্টোবর ২০১৯

জাবিতে নতুন ব্যানারে ভিসিপন্থীদের তিন দিনের কর্মসূচী

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ নামের নতুন আরেকটি ব্যানারে তিনদিনের কর্মসূচী ঘোষণা করেছেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে আন্দোলনকারীদের পদযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক রাইয়ান রাইন বলেন, ‘এই উপাচার্যকে আমরা ইতোমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছি। উপাচার্যের অপসারণের দাবিতে আমরা আচার্যের কাছে চিঠি দিয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আচার্য এখনও কোন ব্যাবস্থা নেননি।’ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘উপাচার্যের সীমাহীন দুর্নীতি বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছে। ছাত্রলীগের একজন নেতা স্বীকার করেছেন তাকে উপাচার্য ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়েছেন। আমরা এমন দুর্নীতিবাজ এবং অথর্ব উপাচার্যের অপসারণের জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি।’ এ সময় সমাবেশ থেকে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচীর ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এদিকে চলমান আন্দোলনকে অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে একে প্রতিহত করতে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ নামের ব্যানারে সংগঠিত হচ্ছেন উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে নতুন এ প্লাটফর্মের ঘোষণা দেয়া হয়। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুনকে সমন্বয়ক এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ আলমগীর কবিরকে মুখপাত্র করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সমে¥লনে লিখিত বক্তব্যে অধ্যাপক মোঃ আলমগীর কবির বলেন, ‘শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী শিক্ষক এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কথিত অডিও বার্তার নাটক সাজিয়ে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের সময় এসেছে দৃঢ়ভাবে ষড়যন্ত্রমূলক যেকোন তৎপরতার বিরুদ্ধে রুখে দাড়ানোর। বিশ্ববিদ্যালয়ের সঙ্কটকালীন সময়ে আমরা অতীতেও নিঃস্বার্থভাবে কাজ করেছি , এখনও নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। ’ এ সময় উপাচার্য বিরোধী আন্দোলনকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তিনদিনের আন্দোলনবিরোধী কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীগুলো হলো- ১৬ অক্টোবর মৌনমিছিল ও সংহতি সমাবেশ, ১৭ অক্টোবর শহীদমিনার পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন এবং ২২ অক্টোবর উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবিতে স্মারকলিপি পেশ।
×