ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালোবাজারে বিক্রি করা ১৩ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ১১:১৮, ১৬ অক্টোবর ২০১৯

কালোবাজারে বিক্রি করা ১৩ বস্তা চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর ১৫ অক্টোবর ॥ কেশবপুরে দরিদ্রদের বরাদ্দকৃত দশ টাকা দরের ১৩ বস্তা সরকারী চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এক সরকারী কর্মকর্তা মাগুরখালী বাজরের কুদ্দুসের আড়ত থেকে ৩শ’ ৯০ কেজি চাল জব্দ করেছেন। উপজেলা তথ্যপ্রযুক্তি অধিদফতরের উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ জানান, সোমবার গভীররাতে উপজেলার মাগুরখালী বাজারের আব্দুল কুদ্দুসের আড়তে হতদরিদ্রদের ১০ টাকা দরের ৩০ কেজির ১৩ বস্তা চাল পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের নির্দেশে ওই আড়ত থেকে ৩শ’ ৯০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় আড়ত মালিক আব্দুল কুদ্দুস পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
×