ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেড় বছরের ছেলেকে ছাদ থেকে ফেলে হত্যা, মা গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬, ১৬ অক্টোবর ২০১৯

দেড় বছরের ছেলেকে ছাদ থেকে ফেলে হত্যা, মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার ফতুল্লার পশ্চিম নন্দলালপুর এলাকায় নিজের দেড় বছরের শিশুপুত্র আশফাক জামান জাহিনকে চারতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। সোমবার দুপুরে সদর উপজেলার পশ্চিম নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সোমবার রাতে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মা রোকসানা আক্তারকে (২৮) গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে পুলিশ রোকসানা আক্তারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ফতুল্লার পাগলা পশ্চিম নন্দলালপুর আমান উল্লাহ প্রধানের বাড়িতে খন্দকার নুরুজ্জামান মারুফ তার স্ত্রী রোকসানা আক্তার ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার দুপুরের দিকে রোকসানা ৪ তলা বাড়ির ছাদ থেকে শিশুপুত্র জাহিনকে নিচে ফেলে দেন। পরে ওই শিশুর পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিযোগ রয়েছে, দুপুরে এ ঘটনার পর ওই পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে রাত সাড়ে দশটায় পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন মা রোকসানাকে গ্রেফতার করে। নিহত শিশুটির বাবা নুরুজ্জামান মারুফ জানান, গত চার থেকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রোকসানার সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তার স্ত্রী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
×