ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেলগ্রেডে স্পীকার

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পার্লামেন্ট গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ১১:১৫, ১৬ অক্টোবর ২০১৯

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পার্লামেন্ট গুরুত্বপূর্ণ

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পার্লামেন্টসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ও সুরক্ষায় সংসদীয় কূটনীতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। সোমবার সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম আইপিইউ সম্মেলনে ‘স্ট্র্যানদেনিং ইন্টারন্যাশনাল ল ঃ পার্লামেন্টারি রোলস এ্যান্ড মেকানিজম এ্যান্ড দ্য কন্ট্রিবিউশান অব রিজিওনাল কো-অপারেশন’ শীর্ষক জেনারেল ডিবেটে তিনি এসব কথা বলেন। নারী ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত বাংলাদেশ ॥ সার্বিয়া পার্লামেন্টের স্পীকার ও ১৪১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের প্রেসিডেন্ট মাজা গজকোভিচ বলেছেন, বাংলাদেশ নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নে বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে। সোমবার সন্ধ্যায় বেলগ্রেডে আইপিইউর ভেন্যু সাভা সেন্টারে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় চর্চা, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন (এসডিজি), জলবায়ুর বিরূপ প্রভাব এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
×