ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্দোলনেই মুক্তি ॥ মওদুদ

বিএনপিতে যারা দালাল তারাই প্যারোলে খালেদার মুক্তি চায় ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১১:১৩, ১৬ অক্টোবর ২০১৯

বিএনপিতে যারা দালাল তারাই প্যারোলে খালেদার মুক্তি চায় ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ প্যারোল নয়, রাজপথের আন্দোলনেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিতে দালাল আছে যারা চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায়। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মানুষ যাতে সভ্যতার সঙ্গে বসবাস করতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন। তবে খালেদা জিয়ার মুক্তি আইনী প্রক্রিয়ায় হবে বলে আমি মনে করি না। সুতরাং তাকে মুক্ত করার একমাত্র পথ হতে পারে রাজপথ। রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে। সেই মুক্তি সময়ের ব্যাপার। স্মরণ সভায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? আজকে বর্তমান প্রধানমন্ত্রী প্যারোল নিয়ে দেশ থেকে কিভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে। তবে প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা করতে আমাদের মধ্যেও একটা দালাল শ্রেণী আছে। গয়েশ্বর বলেন, ছাত্ররাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। কারণ, ছাত্ররাজনীতি বন্ধ করা আমাদের আত্মহত্যার শামিল। আজ দেশে কোন ছাত্র রাজনীতি নেই বলেই ছাত্র রাজনীতি বন্ধের কথা হচ্ছে। আজ যদি ছাত্র রাজনীতি থাকত তবে তা বন্ধের কথা উঠত না। তিনি বলেন, আজকে এ দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী প্রজন্মের ছাত্ররাই দেশের সকল প্রয়োাজনে অগ্রণী ভূমিকা পালন করবে।
×