ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপিও নীতিমালা সংশোধনের দাবি শিক্ষকদের

প্রকাশিত: ১১:১৩, ১৬ অক্টোবর ২০১৯

এমপিও নীতিমালা সংশোধনের দাবি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার ॥ এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে রাজপথে নেমেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এ নীতিমালার ভুল-ক্রটি তুলে ধরতে চান তারা। মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করার চিন্তা করছেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ অবস্থান কর্মসূচীর আয়োজন করেছে। আন্দোলনকারীরা বলছেন, ভুলে ভরা ও নানা অসঙ্গতিপূর্ণ এমপিওভুক্তির নীতিমালা অনুসরণ করে এমপিও তালিকা প্রকাশ হলে দেশের বেসরকারী শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। সরকার ব্যাপক জনসমালোচনার মুখে পড়বে, জন-অসন্তোষ তৈরি হবে। এ নীতিমালা সংশোধনর আহ্বান জানিয়ে তারা বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এমপিওপ্রাপ্ত থেকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুন্নবী ডলার বলেন, নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা ২২ বারের মতো এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে যুক্ত হন। এর প্রেক্ষিতে এমপিওভুক্তির বিষয়টি নিশ্চিত হলেও ভুলে ভরা নীতিমালা তৈরি করে নতুন সঙ্কট সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি আমরা একাধিকবার মন্ত্রণালয়ে জানিয়েছি, সেসব ভুলগুলো ধরিয়ে দিতে বলা হয়। সব অসংংগতিগুলো আমরা ধরিয়ে দেই, সেসব সংশোধন করার প্রতিশ্রুতি দিলেও তা না করে এপিওভুক্তির নতুন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে আসতে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আবারও আন্দোলনে নেমেছি। দেশের সব জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে চলে এসেছেন। তাদের উপস্থিতিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বুধবারের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবেন তারা। পদযাত্রায় বাঁধা পেলে ওইসময় থেকে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করবেন তারা।
×