ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেশি দামে পেঁয়াজ বিক্রি

খাতুনগঞ্জে দুই আড়তদারকে জরিমানা

প্রকাশিত: ১১:১২, ১৬ অক্টোবর ২০১৯

খাতুনগঞ্জে দুই আড়তদারকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দ-িত হয়েছেন দুই আড়তদার। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এবং শিরীণ আক্তারের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিকেজি ৪২ টাকা দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭০ টাকা বিক্রির অপরাধে আড়তদার মেসার্স আজমীর ভা-ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শাহ আমানত ট্রেডার্স নামের আরেক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই দামে কেনা পেঁয়াজ ৬৫ টাকা কেজিতে বিক্রি করার অপরাধে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রের মোঃ তৌহিদুল ইসলাম জানান, এর আগে পরিচালিত অভিযানে আড়তদারদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তা অমান্য করে বেশি মুনাফা করার প্রমাণ মেলায় এবার জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ ধরা পড়লে আড়ত সিলগালা করে দেয়া হবে। উল্লেখ্য, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে দাম হু হু করে বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। আগে আমদানি করা পেঁয়াজ গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরও অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক লাভবান হওয়ার চেষ্টা চালায়। তবে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করায় দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবারও মূল্য প্রতিকেজি এক শ’ টাকায় পৌঁছে যায়। তবে এ সঙ্কট দীর্ঘায়িত হবে না বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকগণ।
×