ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে তৃতীয় দিনের মতো ফেরি বন্ধ

প্রকাশিত: ১১:১২, ১৬ অক্টোবর ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে তৃতীয় দিনের মতো ফেরি বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্য সঙ্কটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে রবিবার দুপুর ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায। তবে মাঝে সাঝে ছোট ২/১টি ফেরি দিয়ে লাশবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার পার করা হচ্ছে। ফলে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে ২ শতাধিক ট্রাক। মঙ্গলবার সন্ধ্যায় ঘাট এলাকায় কোন যাত্রীবাহী বাস বা প্রাইভেটকার দেখা যায়নি। এই রুটে ১৭টি ফেরি চলাচল করে। আগামী শুক্রবারের আগে এই চ্যানেল খুলে দেয়ার সম্ভাবনা খুব কম। তাই শুক্রবার পর্যন্ত এই নৌ রুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। এদিকে সম্প্রতি বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের ফলে ঘাটে কোন প্রকার দোকানপাট না থাকায় খাবার না পেয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছে আটকে পড়া যানবাহন চালকরা। এসব আটকে পরা শ্রমিকরা ক’দিন ধরেই অলস সময় পার করছে ঘাটে। ঠিক কবে নাগাদ তারা পদ্মা পার হয়ে গন্তব্যে ফিরবে এ প্রশ্নের জবাব নেই কারো কাছেই। বিআইডব্লিউটিসি জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে পূর্বে ১৭টি ফেরি চলাচল করত। বর্তমানে রোরো, ডাম্প, কেটাইপ ও মিডিয়াম ফেরিগুলো নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ী ঘাটে নোঙ্গর করে রেখেছে। এর মধ্যে কেটাইপ কপোতী ও ক্যামিলিয়া ফেরি চাঁদপুরের উদ্দেশে চলে গেছে । তবে লাশবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স, গুরুত্বপূর্ণ প্রাইভেটকার বহনের জন্য কর্ণফুলী, ফরিদপুর ও কুমিল্লাসহ তিনটি ছোট আকারের ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ।
×