ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

বরিশালে নিহত তিন

প্রকাশিত: ০৯:৩১, ১৬ অক্টোবর ২০১৯

বরিশালে নিহত তিন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সিএ্যান্ডবি রোডের কাজীপাড়া মোড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র ডাবল ডেকার বাস ও মাহেন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলে এক বৃদ্ধ ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-ঝালকাঠির আব্দুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রি (২৬)। আগৈলঝড়ার নসিমনের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল জানান, যাত্রীবাহী মাহেন্দ্রটি রূপাতলী বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাচ্ছিল। সিএ্যান্ডবি রোডের কাজীপাড়ার মোড়ে পৌঁছলে বরিশাল বিশ্ববিদ্যালয়গামী বিআরটিসির ডাবল ডেকার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই আব্দুল খালেক নামের এক যাত্রী নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে অপরযাত্রী নিপা মিস্ত্রি মারা যায়। দুর্ঘটনায় আহত যাত্রী শাকিল আহমেদ, ফয়সাল, হৃদয়, ইলিয়াস, রাজিব ও অজ্ঞাতনামা এক যুবককে শেবাচিমে ভর্তি করা হয়েছে। জেলার আগৈলঝাড়া উপজেলার নওপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধ নসিমনের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানচালক সিরাজ ফকির (৪২) নিহত হয়েছেন। সে পশ্চিম বাকাল গ্রামের হানিফ ফকিরের পুত্র। এ সময় ভ্যানের যাত্রী বাশাইল শহীদ শুকান্ত বাবু কলেজের প্রভাষক নিকুঞ্জ হালদার গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মীরসরাইয়ে শিক্ষক নিজস্ব সংবাদদাতা মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবুল হোসেন (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আবুল হোসেন মীরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। তিনি ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মৃত রফিউজ্জামানের ছেলে। এলাকাবাসী জানায়, ছোট কমলদহ বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আনোয়ারায় দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা পি এ বি সড়কে অটোরিক্সা ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মা-মেয়েসহ আহত হয়েছেন চারজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হচ্ছেন পটিয়া উপজেলার সুভাষ কান্তি (৪৫), ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার পূর্ব বড়ইতলী গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মোহাম্মদ ইসরাফিল (২৭)। আহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র কাউছার আলম (৩৫), পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন (৪৫), মেয়ে রিনা আকতার (২৪) ও বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের মনাজী পুকুর পাড় এলাকার ট্যাক্সিচালক মোহাম্মদ জাহেদ (২৮)। স্থানীয়রা জানায়, পি এ বি সড়কের আনোয়ারা উপজেলার শোলকাটা চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার সকালে বাঁশখালী থেকে দ্রুতগামী একটি কভার্ডভ্যান শহরে যাচ্ছিল। কভার্ডভ্যানটি ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছলে নম্বরবিহীন শহর থেকে বাঁশখালীগামী দুইটি যাত্রীবাহী অটোরিক্সা ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আশুলিয়ায় নিরাপত্তাকর্মী সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় ট্রাকচাপায় গোলাম রাব্বানী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলাম রাব্বানী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুলাবাড়ি এলাকার জয়নাল মোল্লার ছেলে। তিনি ইয়াং ওয়ান নামের এশটি তৈরি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার সময় একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনারগাঁয়ে যাত্রী সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নুর মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-জয়দেবপুর এশিয়ান হাইওয়ের সোনারগাঁ থানাধীন নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ললাটি হতে অটোরিক্সাযোগে নুর মিয়া নয়াপুর বাজারে যাওয়ার পথে কনফিডেন্স মিলের সামনে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে নুর মিয়া মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গীতে কলেজ ছাত্র নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, মঙ্গলবার টঙ্গীর মিলগেট বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তার নাম হাবিবুর রহমান খান। এ ঘটনায় ছাত্ররা দুুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত হাবিবুর রহমান খান (১৮) মিলগেট নামা বাজার এলাকার ব্যবসায়ী সেলিম খানের ছেলে।
×