ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনা রোধে সড়কে মেশিন

প্রকাশিত: ০৯:৩০, ১৬ অক্টোবর ২০১৯

দুর্ঘটনা রোধে সড়কে মেশিন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ অক্টোবর ॥ মহাসড়কে দুর্ঘটনা রোধ করতে পটিয়ায় হাইওয়ে পুলিশ তিনটি মেশিন ব্যবহার শুরু করেছে। এ্যালকোহল ডিটেক্টর, স্প্রীড গ্যান ডিটেক্টর ও গাড়ির কাগজপত্র সহজে যাচাই করার জন্য আরএফআইডি নামের একটি মেশিন ব্যবহার করছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় হাইওয়ে পুলিশ তল্লাশি চৌকির মাধ্যমে এই মেশিনের কার্যক্রম শুরু করে। যদি কোন গাড়িচালক মাদকাসক্ত হয় তা ৪ সেকেন্ডেই এ্যালকোহল ডিটেক্টরের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হবে। গাড়ির গতি মাপার যন্ত্র স্প্রীড গ্যান। এটির মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে শনাক্ত করা যাবে। মূলত পরিবহনখাতে শৃঙ্খলা, দুর্ঘটনা রোধ ও যাত্রীসেবার মান সুনিশ্চিত করতে এই অভিযান শুরু হয়েছে। দালালির টাকা ফেরত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ অক্টোবর ॥ বিদ্যুত সংযোগ দেয়ার নামে সহজ-সরল মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া ১ লাখ ১৯ হাজার টাকা জনসম্মুখে ফেরত দিয়েছেন মোস্তাক হোসেন গোলাপ নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম বাজারে স্থানীয় প্রশাসন এবং পল্লী বিদ্যুত সমিতির উর্ধতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এ টাকা ফেরত দেন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ জিয়াউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ, মনির হোসেন (কারিগরি), সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আনিছুল হক প্রমুখ।
×