ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে নারী নিহত

প্রকাশিত: ০৯:৩০, ১৬ অক্টোবর ২০১৯

টাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ অক্টোবর ॥ বাঁশের সাঁকো পারাপারের সময় সাঁকো ভেঙ্গে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার এনায়েতপুরের সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শোভা রানী (৪০) ওই এলাকার সুবল লালের স্ত্রী। জানা গেছে, শোভা রানী সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য ধরাধরি করে হাসপাতালে নেয়ার সময় বাঁশের সাঁকো দিয়ে পারাপারের এক পর্যায়ে সাঁকোটি ভেঙ্গে শোভা রানীসহ ৭ জন খালে পড়ে যায়। পরে শোভা রানীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হলো, আনন্দ, অজয়, মণি লাল, বিশ্বনাথ, রানা। ধামরাইয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার সংবাদদাতা, সাভার, ১৫ অক্টোবর ॥ ধামরাইয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আশুজিয়া এলাকার মৃত জবান হোসেনের ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা। জানা গেছে, শিশুটির মা ও বাবা উভয়ই গার্মেন্টস কর্মী। প্রতিদিনের মতো তারা সকালে কাজের উদ্দেশ চলে যায়। পরে বাসা ফাঁকা পেয়ে গোলাম মোস্তফা খাবারের লোভ দেখিয়ে শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।
×