ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে মা ইলিশ নিধন অপরাধে জেল জরিমানা

প্রকাশিত: ০৯:০৬, ১৫ অক্টোবর ২০১৯

শ্রীনগরে মা ইলিশ নিধন অপরাধে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ শিকার বন্ধে অভিযানে পরিচালনা করেছেন নৌ মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ওয়াজউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমন, নৌ পুলিশ সুপার ফরিদুল ইসলাম, মোল্লা নজুরুল ইসলাম, মাওয়া নৌ পুলিশ ফাড়ির ওসি আমিরুল ইসলাম প্রমূখ। তারা লৌহজংয়ের দোপগাঁও চরের অস্থায়ী ভাসমান মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। ২টি ইলিশ ধরার নৌকা জবন্দ করে তা বিনষ্ট করে। এদিকে শ্রীনগরে মা ইলিশ নিধন ও ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদলতে ৭ জনকে জেল জরিমানা করেছেন আদালতের বিচারক। মঙ্গলবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে ভাগ্যকুল গ্রামের আঃ রশিদ (৪২), সাকিল সারেং (২৫), আলাল মাতবর (৩০), রিপন খলিফা (২৮), রফিক শেখ (৩৫) কে ইলিশ ধরার অপরাধে প্রত্যেকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। দক্ষিন মান্দ্রা গ্রামের মামুন শেখ (৩০) ও রাশেল শেখ ৩০) কে ইলিশ ক্রয়ের অপরাধে ৫’হাজার করে মোট ১০’হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোসাম্মৎ রহিমা আক্তার। তিনি জানান, আটককৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সমীর বসাক, ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, পেসকার আমিনুল হক মোল্লা। এর আগে গত সোমবার গভীর রাতে মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতায় পদ্মা নদীর ভাগ্যকুল এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে লৌহজংয়ে মা ইলিশ ক্রয়ের অপরাধে আরো ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।
×