ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যারি লামের জবাব

প্রকাশিত: ০৮:৫৬, ১৬ অক্টোবর ২০১৯

ক্যারি লামের জবাব

চলমান রাজনৈতিক বিক্ষোভ নিয়ে মার্কিন সিনেটর টেড ক্রাজের মন্তব্যের দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। ক্রাজ সম্প্রতি মন্তব্য করেন যে হংকং একটি ‘পুলিশী রাষ্ট্রে’ পরিণত হয়েছে। এর জবাবে ক্যারি লাম মঙ্গলবার বলেন, ‘বিদেশী রাজনীতিকরা মনে করেন যে এখানে খুব শান্তি বিক্ষোভ হচ্ছে আর তা দমন করার জন্য কর্তৃপক্ষ শক্তি প্রয়োগ করছে। তারা মনে করেন, বিক্ষোভকারীরা কেবল গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়ছে। কিন্তু এখানে যে কি রকম সহিংসতা হচ্ছে সেটি তারা দেখছেন না’। -এএফপি সিএনএনের দ্বৈত রূপ আমেরিকায় সিএনএন সেখানকার দর্শকদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান প্রচার করছে। গণমাধ্যম হিসেবে সিএনএন নিজস্ব নীতিমালা অনুযায়ী সারাবিশ্বে অনুষ্ঠানে প্রচার করে থাকে। কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে তুরস্কে। সিএনএন টার্ক সেখানে মার্কিন অবস্থানের বিপরীতে তুরস্কের পক্ষে অনুষ্ঠান প্রচার করছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর তুরস্ক সেখানে ‘পিস স্প্রিংস’ অপারেশন শুরু করেছে। সিএনএন টার্ক এখন এর পক্ষেই সংবাদ পরিবেশন করছে। -ফক্স নিউজ
×