ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশী এক্সচেঞ্জ হাউজের নাম পরিবর্তনে নতুন নির্দেশনা

প্রকাশিত: ০৮:০১, ১৫ অক্টোবর ২০১৯

বিদেশী এক্সচেঞ্জ হাউজের নাম পরিবর্তনে নতুন নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে অবস্থিতি কোনো এক্সচেঞ্জ হাউজের নামে বাংলাদেশের যে কোনো ব্যাংকে পরিচালিত হিসাবসমূহের নাম পরিবর্তনের ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণের প্রয়োজন হবে না। রেমিট্যান্স আহরণ কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। বৈদেশিক মুদ্রায় লেনদেনের সকল অনুমোদিত ডিলার, ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশস্থ যে সকল এক্সচেঞ্জ হাউজের সাথে বাংলাদেশস্থ ব্যাংকসমূহের ড্রয়িং ব্যবস্থা বিদ্যমান আছে তাদের স্বীয় নাম পরিবর্তন অথবা অন্য এক্সচেঞ্জ হাউজের সাথে একীভূত হওয়া অথবা অন্য এক্সচেঞ্জ হাউজ কর্তৃক অধিগ্রহণের ফলে নাম পরিবর্তনের কারণে উক্ত এক্সচেঞ্জ হাউজের নামে বাংলাদেশস্থ ব্যাংকসমূহে পরিচালিত হিসাবসমূহের নাম পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে কেস টু কেস ভিত্তিতে অনুমোদন গ্রহণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। পরিলক্ষিত হচ্ছে যে, প্রায়শই বিদেশী এক্সচেঞ্জ হাউজসমূহের স্বীয় নাম পরিবর্তিত হওয়া অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে একীভূত হওয়া অথবা অন্য প্রতিষ্ঠান কর্তৃক অধিগ্রহণ হওয়ার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রেমিট্যান্স আহরণ কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, উল্লিখিত যে কোন কারণে বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজের নাম পরিবর্তন হলে তাদের নামে পরিচালিত হিসাবসমূহের নাম এক্সচেঞ্জ হাউজের পরিবর্তিত নামে পরিবর্তন করার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণের প্রয়োজন হবে না। এ বিষয়ে অনুমোদিত ডিলার ব্যাংক কর্তৃক অনুসরণীয় নির্দেশাবলী নিম্নরূপঃ ০১। এক্সচেঞ্জ হাউজসমূহের নাম পরিবর্তন সম্পর্কে জ্ঞাত হওয়ামাত্র সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। ০২। ব্যাংকসমূহ প্রয়োজনীয় কাগজপত্রাদি তথা নাম পরিবর্তনের সপক্ষে প্রমাণাদি (এক্সচেঞ্জ হাউজের পত্র, নাম পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানটির বোর্ড রিজোলিউশন, এক্সচেঞ্জ হাউজের পরিবর্তিত নামের বিষয়ে সংশ্লিষ্ট দেশের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের কপি ইত্যাদি) সংগ্রহ করে তাদের যথার্থতা বিবেচনার মাধ্যমে নিজ দায়িত্বে বিদেশী এক্সচেঞ্জ হাউজের নামে পরিচালিত হিসাবসমূহের নাম পরিবর্তন করবে। ০৩। হিসাবের নাম পরিবর্তন করার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে এর সপক্ষে প্রমাণাদি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়কে অবহিত করবে। ০৪। ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট স্থাপন সম্পর্কিত সার্কুলার লেটার নং-এফইপিডি(এলডিএ-১)১৪৭/২০০৭-১৪৬৮ তারিখঃ ২৯/১০/২০০৭ এর পরিপালন নিশ্চিত করতে হবে।
×