ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ভুয়া ডাক্তারের একবছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৫০, ১৫ অক্টোবর ২০১৯

বরিশালে ভুয়া ডাক্তারের একবছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে র‌্যাব-৮ এর অভিযানে আজ মঙ্গলবার দুপুরে জেলার বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার মার্কেট পল্লী বিদ্যুৎ সড়ক (চৌমাথা) সিনেমা হল বাজারের চেম্বার থেকে রফিকুল ইসলাম (৩৮) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, আটককৃত ভুয়া ডাক্তারকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালতের মধ্যেমে এক বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্রমতে, র‌্যাবের গোয়েন্দা তৎপরার ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার রফিকুল ইসলামকে আটক করা হয়। সে (রফিকুল) জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের মৃত হাতেম আলী মোল্লার পুত্র। সূত্রে আরও জানা গেছে, রফিকুল ইসলাম নিজেকে অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে গত দুইমাস যাবত উক্ত বাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় দুইজন নারী সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণসহ গ্রামের সহজ-সরল মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলো। র‌্যাবের অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকিল আল ইসলাম ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামের কাছে তার ডাক্তারী সার্টিফিকেটের দেখতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে এবং কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।
×