ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৃষ্টি-প্রতিবন্ধীদের বিশেষ দাবায় বাপ্পী-সোনাই চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ অক্টোবর ২০১৯

দৃষ্টি-প্রতিবন্ধীদের বিশেষ দাবায় বাপ্পী-সোনাই চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দৃষ্টি-প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ দাবা প্রতিযোগিতায় রাজশাহীর বাপ্পী সরকার অপরাজিত চ্যাম্পিয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সৈয়দ এজাজ হোসেন অপরাজিত রানারআপ হয়েছেন। ৭ খেলায় বাপ্পী ও এজাজ উভয়েই সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে বাপ্পী শিরোপা জয় করেন এবং গতবারের চ্যাম্পিয়ন এজাজ রানারআপ হন। ছয় পয়েন্ট নিয়ে রাজশাহীর শহিদুর তৃতীয় হন। মহিলা বিভাগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সোনাই খাতুন অপরাজিত চ্যাম্পিয়ন হন। সোনাই ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। পাঁচ পয়েন্ট নিয়ে মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের নুরুন্নাহার তনিমা রানারআপ এবং চার পয়েন্ট নিয়ে বদরুন্নেসা মহিলা কলেজের আসমা আমিন তৃতীয় হন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী কর্মকর্তা এবং হেড অব গেমস এ্যান্ড ওয়েলফেয়ার এফএম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে ওয়ালটন সামগ্রী প্রদান করা হয়।
×