ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুর সদর উপজেলা নির্বাচনে জামানত হারালেন ৫ প্রার্থী

প্রকাশিত: ০৪:৩৫, ১৫ অক্টোবর ২০১৯

শেরপুর সদর উপজেলা নির্বাচনে জামানত হারালেন ৫ প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ২ বিদ্রোহী ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট পর্যালোচনায় আজ মঙ্গলবার পাওয়া গেছে ওই তথ্য। জামানত হারানোরা হচ্ছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন (লাঙল), একই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল) ও সাবেক ভিপি, পদত্যাগী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান (আনারস) এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোছা মিয়া (মাইক) ও জুলহাস উদ্দিন (উড়োজাহাজ)। জানা যায়, সোমবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার ৪২১ জন অর্থাৎ ৪৫.৫১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থীকে তার জামানত ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সে অনুযায়ী, এ নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে বিজিত কোন প্রার্থীকে কমপক্ষে ২২ হাজার ৫৫২ ভোট পেতে হতো। কিন্তু চেয়ারম্যান পদে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন ৭ হাজার ১৫৭ ভোট ও মোহাম্মদ বায়েযীদ হাছান ৬ হাজার ৬৩০ ভোট এবং ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ মোছা মিয়া ১০ হাজার ৮৯২ ভোট ও জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া মঙ্গলবার বিকেলে বলেন, এখনও সেই হিসেব নিরূপণ করা সম্ভব হয়নি। তবে নির্বাচনী আইন অনুযায়ী, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। কাজেই সে অনুযায়ী, যারা ৮ ভাগের ১ ভাগ ভোটের কম পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
×