ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরুর সঙ্গে এ কেমন শত্রুতা !

প্রকাশিত: ২৩:০৬, ১৫ অক্টোবর ২০১৯

গরুর সঙ্গে এ কেমন শত্রুতা !

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে সেকান্দার কাজী নামের এক অসহায় কৃষকের চারটি গাভীকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার রমজাপুর এলাকার দক্ষিন রমজানপুর গ্রামের করিম কাজীর ছেলে সেকান্দার কাজী দীর্ঘদিন ধরে তার নিজের গোয়াল ঘরে চারটি গাভী পালন করে আসছেন। কিন্তু গোয়াল ঘরের একটি চারিতে প্রতিদিনের মত কৃষক সেকান্দার ওই চারটি গাভীকে খাওয়ানোর জন্য পানির সঙ্গে খইল-ভুষি জমা করে রাখেন। এ সুযোগে দৃর্বৃত্তরা ওই খাবারের সঙ্গে বিষ দিয়ে রাখে। এ খাবার সন্ধ্যার দিকে কৃষক সেকান্দার তার চারটি গাভীকে খাওয়ালে তাৎক্ষনিকভাবে গাভী গুলো অসুস্থ্য হয়ে পরে। এবং ওই চারটি গাভী রাতেই এক সঙ্গেই মাড়া যায়। তবে এ বিষয়টি কালকিনি থানা পুলিশকে অবহিত করেন কৃষক সেকান্দার কাজী। ক্ষতিগ্রস্ত কৃষক সেকান্দার কাজী কান্না জরিত কন্ঠে বলেন, আমার এ চারটি গাভীই ছিল শেষ সম্বল। কিন্তু দুর্বৃত্তরা বিষ খাইয়ে হত্যা করেছে। এই ক্ষতি আমি কিভাবে সইবো। ওই এলাকার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মস্তফা সরদার বলেন, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে চারটি গাভী মেড়ে ফেলায় সেকান্দার চরম ক্ষতির মুখে পড়েছে। এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জয় কুমার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
×