ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাইসেন্স করা অস্ত্র অপরের নিরাপত্তায় ব্যবহার হলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ১১:২১, ১৫ অক্টোবর ২০১৯

লাইসেন্স করা অস্ত্র অপরের নিরাপত্তায় ব্যবহার হলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ একজনের লাইসেন্স করা অস্ত্র অন্যের নিরাপত্তায় ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি সেই অস্ত্র নিজের প্রয়োজন ছাড়া অন্যের প্রয়োজনে প্রদর্শন করলেও লাইসেন্স বাতিল করা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ এর অনুচ্ছেদ ২৫ (গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোন ব্যক্তি নিজের জন্য ছাড়া অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে। নীতিমালার এই বিধান লঙ্ঘন করে কোন কোন ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজের নামের আগ্নেয়াস্ত্র বেসরকারী নিরাপত্তা সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন। নীতিমালার অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী ‘কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন ও ব্যবহার করতে পারবে। তবে অন্যের ভীতি ও বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না। নীতিমালা লঙ্ঘন করে কোন কোন ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। এই অবস্থায় ‘অস্ত্র আইন, ১৮৭৮’ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের বেসরকারী সংস্থার নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত হওয়া থেকে বিরত থাকা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে। অন্যথায় আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রজ্ঞাপনে উলেখ করা হয়েছে। উল্লেখ্য, জি কে শামীম গ্রেফতার হওয়ার সময় তার সাতজন গানম্যানের সন্ধান পায় র‌্যাব। তাদেরও গ্রেফতার করা হয়। এরকম এক বিতর্কিত ব্যবসায়ীর সাতজন গানম্যান রাখার রহস্য তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে, জি কে শামীম এসব গানম্যান ব্যবহার করে জমি দখল, টেন্ডারবাজি, ভয়ভীতি প্রদর্শন করত। গানম্যান নিয়ে রাজপথে বীরদর্পে দাপিয়ে বেড়ানোর ফলে জনমনে আতঙ্ক দেখা দিত। এ সম্পর্কে দৈনিক জনকণ্ঠে একটি বিস্তারিত প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করা হয়। প্রতিবেদনের প্রশ্নের মুখে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবিলম্বে এ ধরনের গানম্যান আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে। একজনের অস্ত্র অন্যের নিরাপত্তায় ব্যবহার হতে পারেনা। এটা অবৈধ।
×