ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাল থেকে বিচ্ছিন্ন বৃষ্টি ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে

প্রকাশিত: ১১:১৮, ১৫ অক্টোবর ২০১৯

কাল থেকে বিচ্ছিন্ন বৃষ্টি ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সুখবর নেই। গত এক সপ্তাহে দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দুই দফায় ওঠানামা করেছে। গত ৮ অক্টোবর ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০৪ নেমে এলেও সোমবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩শ’তে। এই সময়ের মধ্যে আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছে এবারের বৃষ্টির ধরনটাই আলাদা। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। একবার কমছে তো আবার বেড়ে যাচ্ছে। গত সপ্তাহে অর্থাৎ ৮ অক্টোবর ডেঙ্গু সংখ্যা বেশ নিচে নেমে গিয়েছিল। কিন্তু এরপরই আবার শুরু হয়েছে বিচ্ছিন্ন বৃষ্টিপাত। ফলে ডেঙ্গুর লার্ভা থেকে এডিস মশার জন্মহার বেড়ে গেছে। বিচ্ছিন্ন বৃষ্টির কারণে কখনও বাড়ছে। আবার কখনও কমছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষায় বিদায় বেলায় বুধবার থেকে আবারও সারাদেশে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমারজেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখানো হয়েছে গত ৮ তারিখ থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা নেমেছিল ২০৪ জনে। কিন্তু এরপর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এটি বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত ৩১৬ জনে পৌঁছায়। এরপর আবার কমতে থাকে। ১২ অক্টোবর ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৬ জনে নেমে আসে। এরপর আবারও বেড়ে যায়। যা এখনো উর্ধমুখী রয়েছে। সোমবার তা আবার ৩শ’ জনে উঠেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমারজেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩শ’ জন। এই আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেশি। মৌসুমের শুরু থেকে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯২ হাজার ১৬৬ জন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে ৯০ হাজার ৭৭০ জন। সারাদেশে এখনও ১ হাজার ৫৫৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২৮ জন। ঢাকার বাইরে এই সংখ্যা ৭২৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ জন এবং ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ২১৪ জন। অবশ্য প্রতিষ্ঠানটি বলছে শুরু থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। তবে বেসরকারী হিসেবে তা দুশো পার হয়ে গেছে।
×